মেয়ের জন্য গিফট নিয়ে ফেরা হল না! কফনবন্দি দেহ ফিরল বাঙালি শ্রমিকের

Must read

কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট আনবেন সেই সঙ্গে জন্মদিন পালন করবেন কিন্তু তা আর করা হল না বাঙালি শ্রমিকের (Dwarikesh Pattanayak)। কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ৪৯ জনের যার মধ্যে ৪৫ জনই ভারতীয়। তার মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুরের বাঙালি শ্রমিক দ্বারিকেশ পট্টনায়েকও (৫২)। মূলত তাঁর আসল বাড়ি দাঁতনের তুরকাতে। তবে তিনি সম্প্রতি মেদিনীপুর শহরে শরৎপল্লী এলাকায় বাড়ি তৈরি করেছেন। সেখানে তাঁর স্ত্রী এবং মেয়ে থাকতেন।

আরও পড়ুন-ফের ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে খতম ৮ মাওবাদী, শহিদ ১ জওয়ান

দীর্ঘ ২৭ বছর তিনি বাইরে চাকরি করতেন। কুড়ি বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কর্মরত তিনি। গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হয় ৪৯ জনের। মূলত ভোরের দিকে কুয়েতের রাজধানীর দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। ওই আবাসনে থাকতেন শ্রমিকরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। তবে কীভাবে আগুন লেগেছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন দ্বারিকেশের (Dwarikesh Pattanayak) পার্থিব শরীর তার নিজের বাড়িতে এলে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়ে। এরপর বাড়ির লোকের পাশাপাশি শ্রদ্ধা জানান মেদিনীপুরের মানুষজন। মালা দিয়ে শ্রদ্ধা জানান মেদিনীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Latest article