শনিবার সকালে বাগবাজারে (Baghbazar) একটি নির্মীয়মান বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির জ্বলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পোড়া পোড়া গন্ধ মেলে। সন্দেহ হওয়ায় দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই বিল্ডিং থেকে উদ্ধার হয় জ্বলন্ত দেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ওই বাড়িতে কোনও নির্মাণ কাজ হয়নি। সেক্ষেত্রে ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছিলেন কিনা নাকি বাইরের কেউ আত্মহত্যা করার চেষ্টা করেছেন সেটা স্পষ্ট নয়। খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে শ্যামপুকুর থানার পুলিশ ও দমকল। নির্মীয়মান বাড়ির মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।
আরও পড়ুন- অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম এবার হয়ে উঠবে আলোকময়, পথবাতি প্রকল্পে বরাদ্দ ১ কোটি ৪০ লক্ষ