পুজো এসে গেল। আর কিছুদিনের মধ্যে আকাশ বাতাস শিউলির হালকা সুগন্ধে ভাসবে, কাশফুলে লাগবে দোলা। পুজো মানেই একঝাঁক পুজোর ছবি। এবার পুজোয় কোন ছবি হবে সুপারহিট আর কোনটা তেমন হবে না, কোন ছবি করবে বাজার দখল, কোনটা করবে না, কে জিতবে দর্শকের মন তারই অপেক্ষায় সব্বাই। এর মাঝেই সুখবর দিলেন পরিচালক নন্দিতা দাস এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এ বছর ঢাকে বাদ্যির সঙ্গেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে তাঁদের উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। এসে গিয়েছে ‘বহুরূপী’র টিজারও। অ্যাকশন প্যাক ড্রামা ‘বহুরূপী’র সবচেয়ে বড় চমক হল শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ এই ছবির ‘বহুরূপী’ তিনিই। খুব ইন্টারেস্টিং একটা চরিত্রে তাঁকে দেখতে পাবেন দর্শক যা বহুদিন মনে থেকে যাবে।

আরও পড়ুন-যেন ভুলে না যাই…

২০২৩-এর পুজো সরগরম করেছিল ‘রক্তবীজ’ । দুর্গাপুজোর সেই মিষ্টি সুবাস, সেই ফ্লেভার খুব কম ছবিতেই দেখা গিয়েছিল। চমৎকার আবহে, বাস্তবের প্রেক্ষাপটে এক দুর্দান্ত টানটান, অ্যাকশন প্যাক ছবি ছিল শিবু-নন্দিতার ‘রক্তবীজ’। ২০২৪-এর আবার এক অ্যাকশন প্যাক ছবি ‘বহুরূপী’। দর্শকদের পুজোর প্রাপ্তিযোগ। নন্দিতা আর শিবপ্রসাদের ‘বহুরূপী’ এবং ‘আমার বস’ দুটো ছবির কথাই বহুদিন ধরেই কানে আসছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান করে ‘বহুরূপী’র প্রথম ঝলক প্রকাশ্যে এসে গেল। ‘আমার বস’-এর রিলিজ একটু পিছিয়েছে। নিঃসন্দেহেই আবার একটা অনবদ্য ছবি পেতে চলেছে দর্শক।
‘রক্তবীজ’-এর আইজি পঙ্কজ সিনহা এবার ‘বহুরূপী’তে এস আই সুমন্ত ঘোষাল। সেই চরিত্রে আবারও অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ‘ফাটাফাটি’র পর ‘বহুরূপী’তে একসঙ্গে দেখতে পাওয়া যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সালের সময় জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই গল্পটি সাজানো হয়েছে। ছবিতে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ছাড়াও রয়েছেন কৌশানি মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রদীপ ভট্টাচার্যর মতো একঝাঁক অভিনেতা, অভিনেত্রী।

আরও পড়ুন-আলোর সন্ধানে গিয়ে হেনস্থা ‘আলো’কেই

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবি পরিচালনায় সিদ্ধহস্ত কিন্তু তার পাশাপাশি তিনি যে একজন দক্ষ অভিনেতা সেটা কে না জানেন। তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শক দেখেছেন। অভিনয় দিয়ে সবার মনও কেড়ে নিয়েছেন। কিন্তু ‘বহুরূপী’ যে তাঁকে আবার নতুন করে চেনাবে তা হলফ করে বলা যায়। ‘বহুরূপী’র জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন অভিনেতা। লাল্টু থেকে বিক্রম হওয়ার এই সফরটা পুরো উল্টো। লাল্টুর চরিত্রে অভিনয় করার সময় শিবপ্রসাদ ওজন বাড়িয়ে প্রায় ৭৮ কেজি করে ফেলেছিলেন। এদিকে ‘বহুরূপী’র বিক্রমের চরিত্রের জন্য সেই ওজনটাকে কমিয়ে তাঁকে ৬৫ কেজি করতে হল। প্রায় ১২ কেজি ওজন কমিয়েছেন শিবপ্রসাদ। আবিরের সঙ্গে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে গুরুতর জখমও হয়েছিলেন, কোমরে চোট পেয়েছেন তিনি। কিছুদিন অফ নিয়ে আবার কাজে ফেরেন। সম্পূর্ণ নয়া অবতারে এবার দেখা যাবে অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। গালভাঙা, টানটান মেদহীন চেহারার সঙ্গে চোখে ঠান্ডা সতর্ক দৃষ্টি। অন্যদিকে বন্দুক হাতে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার আবির। শিবপ্রসাদ এবং আবির দুজনের জমাটি অ্যাকশন পর্বটা বেশ উপভোগ করবেন দর্শক।

আরও পড়ুন-আলোর সন্ধানে গিয়ে হেনস্থা ‘আলো’কেই

বাংলায় এর আগে অ্যাকশন ছবি হয়েছে কিন্তু চেজ ড্রামা বোধহয় এটাই প্রথম। এখানে বাইক গাড়ির, বাইক বাইকের, গাড়ির চেজিং দৃশ্য থাকবে যা বেশ রোমহর্ষক। এই ছবির একটি চেজিং দৃশ্য বৃষ্টির মধ্যে শ্যুট করা হয়। বৃষ্টির মধ্যে পিছল রাস্তায় আদুরিয়ার জঙ্গলে কোনও বডি ডাবল ছাড়াই শ্যুটিং করেছেন আবির।
এই ছবি প্রসঙ্গে নন্দিতা দাস এবং শিবপ্রসাদ রায় বলেন, ‘বহুরূপী’ তৈরির জার্নিটা অসাধারণ। ৮৪টা জায়গায় প্রায় ৩৪ দিন ধরে শ্যুটিং হয়েছে। অক্লান্ত পরিশ্রম করেছে ইউনিটের প্রত্যেকে। ছবিটার সঙ্গে জড়িয়ে রয়েছে সবার আবেগ যা ঠিক বলে বোঝানোর মতো নয়। আমাদের লক্ষ্য ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ড্রামার ঘরানাকে নতুন আঙ্গিকে পেশ করা। আশা রাখছি, আমাদের এই প্রচেষ্টা দর্শকের ভাল লাগবে। শেষ পর্যন্ত দর্শকদের সেই অনবদ্য মুহূর্ত উপভোগ করাতে পারব বলে আশা করছি। ছবিতে দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় এবং স্বাভাবিকভাবেই খুব উত্তেজিত।
‘বহুরূপী’র নায়ক শিবপ্রসাদকে ছবিতে সাত রকমের ভিন্ন লুক দেওয়া হয়েছে! এক-একটি লুকের জন্য কম করে তিন ঘণ্টা সময় লেগেছে। এমনও হয়েছে ভোরবেলার শ্যুটিং-এ যাতে দেরি না হয় তাই এই কঠিন সময়সাপেক্ষ মেক-আপ করেই রাতে ঘুমোতে গেছেন অভিনেতা। শিবপ্রসাদের সেই বিশেষ, অনবদ্য রূপটান করেছেন মেক-আপ আর্টিস্ট বা রূপটান শিল্পী পাপিয়া চন্দ।
ছবিতে তাঁর চরিত্র প্রসঙ্গে অভিনেতা শিবপ্রসাদ বললেন, ‘বহুরূপী এমন একটি সিনেমা, যার জন্য আমি দীর্ঘদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করেছি এবং আমি সত্যিই উইন্ডোজ এবং আমার সহ-পরিচালক নন্দিতা রায়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। সবে শুরু, এখনও অনেক চমক কিন্তু বাকি আছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে ফের এনকাউন্টারে মৃত্যু

এই ছবিতে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিমঝিম গুপ্ত। স্কুল প্রিন্সিপাল ‘শেফালি’র চরিত্রে অভিনয় করছেন তিনি। এই মুহূর্তে ছোটপর্দা থেকে কিছু দিনের বিরতি নিয়ে বড় পর্দায় বেশ কিছু কাজ চলছে তাঁর। ‘বহুরূপী’ নিয়ে চড়ছে প্রত্যাশার পারদ। এখন শুধু সময়ের অপেক্ষা।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

23 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

27 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

36 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

41 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

50 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago