কোমর পর্যন্ত জল তোয়াক্কা না করেই সেখানেই লাইফ জ্যাকেট পরে পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার এলাকায় মানষের পাশে দাঁড়াচ্ছেন বলি অভিনেতা গ্যাভি চাহাল। অবিরাম বৃষ্টির ফলে বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে জল, খাবার বিতরণ করছেন তিনি। এছাড়া প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করছেন তিনি। পাঞ্জাবে কঠিন সময়ে এভাবেই নিজেকে এগিয়ে দিলেন ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত অভিনেতা।
আরও পড়ুন-অরুণাচল ভারতেরই, প্রস্তাব পাশ মার্কিন সেনেটে
এদিন পাঞ্জাবের জলমগ্ন এলাকাতে খাবার বিতরণের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ভিডিয়োটি পোস্ট করে গ্যাভি লিখেছেন ‘নানক নাম চারদিকলা তেরে ভানে শরবত দা ওয়াহেগুরু জি মেহের করিও, চারদিকলা!!’ খালসাএড ইন্ডিয়া ও খালসা এড নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে গ্যাভি বলেন ‘এরাঁ সবসময় মানুষের সেবা করতে এগিয়ে এসেছে। এলাকার যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন! আসুন মানবতার সেবা করি ওয়াহেগুরু।’
আরও পড়ুন-শিন্ডে গোষ্ঠীর ১৬ বিধায়কের পদ খারিজ নিয়ে নোটিশ
এই অবস্থায় মানুষষের দুর্দশার পাশে দাঁড়িয়ে গ্যাভি চাহাল বলেন, ‘আমি একটা পঞ্জাবি ছবির জন্য পাঞ্জাবে শুটিং করছিলাম। কিন্তু অবিরাম বৃষ্টিতে বেশকিছুদিনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তারপরে আমি পাঞ্জাবের শহর ও গ্রামের ভিজ্যুয়াল দেখতে শুরু করলাম। যেহেতু আমি আগেও মুম্বাই এবং পঞ্জাবের দুর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করার চেষ্টা করেছি, তাই ত্রাণ ব্যবস্থা হিসাবে এই ধরনের পরিস্থিতিতে কী করা দরকার সে সম্পর্কে আমি সচেতন ছিলাম। আমি কয়েকজন বন্ধুকে ডেকে, খাবার, ওষুধ এবং কিছু জামা-কাপড় নিয়ে একটি ট্রলিতে বোঝাই করে সকালে সেখানে পৌঁছে যাই।’
আরও পড়ুন-বাদল অধিবেশনে একাধিক বিল পেশের তোড়জোড়
অভিনেতা এদিন বলেন, ‘বৃষ্টির পরে জলামগ্ন এলাকায় খাবার সরবরাহের অভাব ছিল এবং রোগের ভয়ে সেখানে আরও দুর্দশা দেখা দিয়েছে। এমনকী একাকী বৃদ্ধরাও আটকে ছিলেন যাঁরা হাঁটু অবধি জলে তাঁদের বাড়ির নিচে আটকে ছিলেন। সবথেকে বিপজ্জনক বিষয় গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিন তারগুলি তাঁদের আশেপাশে জলে নিমজ্জিত। আমি তো ছয় ফুট তিন ইঞ্চি লম্বা, তবুও দেখি আমার কোমর পর্যন্ত জল। এটা বললাম,শুধু সেখানে কতটা জল তা বোঝানোর জন্য।’