প্রয়াত ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন

প্রসঙ্গত তার স্ত্রী জীবিত। রয়েছে ছেলে সিদ্ধার্থ মাগোন এবং মেয়ের আরুশিকে। প্রয়াত অভিনেতার মেয়ে সিঙ্গাপুরের বাসিন্দা।

Must read

৭৬ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা হরিশ মাগোন (Harish Magon)। সত্তর ও আশির দশকে বেশ কিছু জনপ্রিয় কাজ করেছিলেন হরিশ। কালজয়ী ছবি ‘গোলমাল’, ‘নমক হালাল’, ‘চুপকে চুপকে’, ‘শাহেনশা’র মতো ছবিতে তাকে কাজ করতে দেখা গিয়েছে। ১লা জুলাই মুম্বইতে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর কারণ এখনো অজ্ঞাত।

আরও পড়ুন-বিজেপির এজেন্ট রাজ্যপাল, প্রচারে স্পষ্টবাক্ অর্থমন্ত্রী

অভিনয় কেরিয়ার শেষ করে লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোশিয়েশনের তরফে তাঁর মৃত্যুর খবর টুইট করা হয়। লেখা হয়, ‘হরিশ মাগোনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ১৯৮৮ সাল থেকে উনি আমাদের সদস্য ছিলেন’।

আরও পড়ুন-ভোল বদলে গিয়েছে হাওড়া গ্রামীণ এলাকার

প্রসঙ্গত তার স্ত্রী জীবিত। রয়েছে ছেলে সিদ্ধার্থ মাগোন এবং মেয়ের আরুশিকে। প্রয়াত অভিনেতার মেয়ে সিঙ্গাপুরের বাসিন্দা। ১৯৪৬ সালের ৬ই ডিসেম্বর মুম্বইয়ে জন্ম হয় হরিশ মাগোনের। তিনি ১৯৭৪ সালে পুনের এফটিআর থেকে স্নাতক হয়েছিলেন । শেষবার ‘উফ! ইয়ে মহব্বত’ (১৯৯৭) ছবিতে কাজ করেন তিনি। পরে একটি অ্যাক্টিং স্কুল খুলেছিলেন তিনি। জুহুতে হরিশ মোগানের এই ইনস্টিটিউট রয়েছে।

Latest article