রাজ্যের শিল্পীদের পণ্যে সেজে উঠছে বলিউডের সেট, রিফিউজি হ্যান্ডিক্রাফটসের উদ্যোগ

রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে জোয়ার এসেছে তৃণমূল আমলে। বাংলার শিল্পীদের হাতে তৈরি জিনিস এখন পাড়ি দিচ্ছে বলিউডেও।

Must read

প্রতিবেদন : রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে জোয়ার এসেছে তৃণমূল আমলে। বাংলার শিল্পীদের হাতে তৈরি জিনিস এখন পাড়ি দিচ্ছে বলিউডেও। হিন্দি ফিল্মের সেট সাজাতে মুম্বইয়ে রফতানি করা হচ্ছে জেলার শিল্পীদের তৈরি মধুবনি নকশা, টেরাকোটার পণ্য-সহ হরেকরকম পসরা। রাজ্য সরকারের সংস্থা রিফিউজি (Refugee) হ্যান্ডিক্রাফটসের উদ্যোগে এভাবেই হাসি ফুটছে প্রান্তিক এলাকায় শিল্পী-কারিগরদের মুখে। বাম আমলে তৈরি এই সংস্থা কার্যত নিশ্চিহ্ন হতে বসেছিল।

আরও পড়ুন-বাংলার বাড়ি তৈরিতেও এবার কর্মশ্রীর শ্রমিকরা

কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংস্থাটিকে ঢেলে সাজান। দায়িত্ব দেন বাংলার প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ক্রম্পটন দত্ত, নিমাই গোস্বামীদের। তারপর থেকেই রিফিউজি হ্যান্ডিক্রাফটসের উত্থান। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সংস্থার কর্মীরা সরাসরি কারিগর ও শিল্পীদের থেকে পণ্য কেনেন। তারপর সেই পণ্য বলিউড সিনেমার সেট সাজাতে কিনে মুম্বই নিয়ে যান পাইকাররা। পোশাকআশাক তৈরির পাশাপাশি রিফিউজি হ্যান্ডিক্রাফটস ফুটবল ও ভলিবলও তৈরি করে। মুখ্যমন্ত্রী সেই ফুটবলের নামকরণও করেছেন ‘জয়ী’। একইসঙ্গে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ব্যবসার পাশাপাশি প্রত্যন্ত গ্রামে খেলার উৎসাহ বাড়াতে সংস্থার তরফে সেই বল দেওয়াও শুরু হয়েছে।

Latest article