হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। বেশ কিছুদিন ধরে হাসপাতালে শারীরিক সমস্যা নিয়ে ভর্তি ছিলেন তিনি। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র দেওল। রাতেই সানি দেওলসহ শাহরুখ খান, সলমন খান প্রমুখ অভিনেতারা হাসপাতালে যান তাঁকে দেখতে। সমাজ মাধ্যমে তাঁর সুস্থতার জন্য প্রার্থনার আর্জি জানিয়েছিলেন স্ত্রী হেমা মালিনী। কিন্তু যাবতীয় আশা নিভে যায় সোমবার মধ্যরাতে।
আরও পড়ুন-বিহারে আজ দ্বিতীয় দফার ভোট, ২০ জেলায় প্রবল চাপে বিজেপি
মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৯ বছর। যদিও পরিবারের তরফে সরকারি ভাবে এখনও অভিনেতার মৃত্যু সংবাদ সম্পর্কে কিছু জানানো হয়নি।

