শাহিনের মতো শুরুতেই ধাক্কা দিতে চান বাঁ-হাতি বোল্ট

Must read

দুবাই, ৩০ অক্টোবর : শাহিন আফ্রিদির ভূত পিছু ছাড়েছে না বিরাট কোহলিদের। ভারতের বিরুদ্ধে ম্যাচের ২৪ ঘণ্টা আগে বাঁ হাতি পাক পেসারের স্মৃতি উসকে দিলেন ট্রেন্ট বোল্ট। তাঁর দাবি, এক সপ্তাহ আগে শাহিন আফ্রিদি ভারতীয় ব্যাটসম্যানদের যেভাবে বিপাকে ফেলেছিলেন, তেমন পারফরম্যান্স তিনিও করতে মুখিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার রোহিত শর্মা ও কে এল রাহুলকে আউট করে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন আফ্রিদি। পরে তিনি বিরাটেরও উইকেট শিকার করেন। সাম্প্রতিক অতীতে বাঁ হাতি জোরে বোলারদের বিরুদ্ধে ভারতীয়দের পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে বোল্ট নিজেও ভারতীয় টপ অর্ডারকে বিপাকে ফেলেছিলেন।

আরও পড়ুন : বিমানবন্দরে আবার সেই হৃদয়বিদারক দৃশ্য,কফিনবন্দি হয়ে ফিরলেন ৫ পর্যটক

শনিবার ভাচুর্য়াল প্রেস মিটে বাঁ হাতি কিউয়ি পেসারের মন্তব্য, ‘‘আমি নিশ্চিত নই নতুন বল পাব কি না। কারণ এ নিয়ে কোনও চূড়ান্ত পরিকল্পনা এখনও হয়নি। তবে হ্যাঁ, নতুন বল পেলে শুরুতেই উইকেট তুলতে চাই। তবে তারজন্য আমাদের নিখুঁত লেংথে বল ফেলতে হবে।’’
বোল্ট এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘জানি ভারতীয় ব্যাটিং লাইনআপ বিশ্বমানের। তবে ভারত-পাকিস্তান ম্যাচে শাহিনের বোলিং আমি দেখেছি। ও সেদিন অসাধারণ বল করেছে। আশা করি, কালকের ম্যাচে বল কিছুটা হলেও সুইং করবে। আর আমিও শাহিনের মতো পারফরম্যান্স করতে পারব।’’

এদিকে, আরেক কিউয়ি পেসার টিম সাউদির গলায় ভারতকে নিয়ে সমীহের সুর। তিনি বলছেন, ‘‘ভারত দারুণ শক্তিশালী দল। বহু বছর ধরে এটা ওরা প্রমাণ করে চলেছে। তার ওপরে প্রথম ম্যাচে হারের পর আমাদের মতো বিরাটরাও জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে। তাই দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা।’’

Latest article