মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে তৃণমূল কংগ্রেসের বুথ প্রেসিডেন্ট রাজকুমার মান্নার বাড়িতে এই বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের ফলে ওই নেতার বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।
আরও পড়ুন-মদ্যপান করে স্ত্রীকে মারধরের অভিযোগ বিনোদ কাম্বলির বিরুদ্ধে
বিস্ফোরণে নিহতরা হলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী।
এই ঘটনার পর বীরভূমের SP পদে রদবদল। সরানো হল বীরভূমের এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে (Nagendranath Tripathi)। তাঁর আগে আনা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে (Bhaskar Mukharjee)। নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি করা হল। সুন্দরবন পুলিশ জেলার সুপার করা হয়েছে অ্যান্টি কোরাপশন ব্যুরোর এসপি হেডকোয়ার্টার কোটেশ্বর রাও।
আরও পড়ুন-প্রাক্তন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি পারভেজ মোশারফ প্রয়াত
যদিও এই ঘটনাকে রুটিন বদলি বলছে নবান্ন। রাজ্য পুলিশে আরও রদবদল করা হয়েছে। অনেক অফিসারের পদোন্নতি হয়েছে, সেই তালিকাতেই রয়েছেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তাঁকে পুলিশ সুপার থেকে নগেন্দ্রকে পুলিশ ডিরেক্টরেটের ডিআইজি করা হয়েছে।