প্রতিবেদন : পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে আইএসএফের। তাই ভোটের ৪৮ ঘণ্টা আগে ভাঙড়কে (Bhangar) উত্তপ্ত করতে গুন্ডাগিরি শুরু করেছে আইএসএফের দুষ্কৃতীরা। সেখানকার বিধায়কের নির্দেশে রাতের অন্ধকারে তৃণমূলের উপর হামলা চালাল তারা। বৃহস্পতিবার ভাঙড়ের ভোগালি-২ গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া বোমায় শিশু ও মহিলা-সহ ১০ জন গুরুতর জখম হয়েছেন। ভোটের প্রচার পর্বের শেষে আইএসএফ দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপকভাবে জখম হয়েছেন তৃণমূল নেতা আব্দুর রফিক। বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে জখম হয়েছে তাঁর পা। ইতিমধ্যেই এই বোমাবাজির ঘটনায় ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শেখ মোয়াজ্জেম ও শেখ নাসিরুদ্দিনকে শুক্রবার আদালতে পেশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই আহতদের কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তাদের জিরনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে অবস্থা সঙ্কটজনক বুঝে আহতদের পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাঁদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ এবং বিধায়ক তথা ভাঙড়ের অবজার্ভার শওকত মোল্লা। আহত মহিলা-শিশু ও তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তায় সায়নী জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ভাঙড়ে (Bhangar)। বোমা বিস্ফোরণে তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিক, হাবিব, কুতুবুদ্দিন, প্রকাশ, সইফ-সহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। আমি কথা দিচ্ছি, আমাদের দলের কর্মীদের পাশে আমরা যেমন রয়েছি, তেমনই আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষের পাশেও থাকব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমরা ভাঙড়ে শান্তি স্থাপন করব।
আরও পড়ুন: কবে থেকে রাজ্যের কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু?
এই ঘটনায় আইএসএফের বিরুদ্ধে তোপ দেগে যাদবপুরের প্রার্থী আরও বলেন, এই বোমাবাজির ঘটনায় আইএসএফ জড়িত। ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। রাজনৈতিকভাবে লড়তে না পেরে আইএসএফ এই জঘন্য ঘটনা ঘটিয়েছে। এর প্রতিবাদে এই অঞ্চলের মানুষ আগামী ১ জুন তাদের কফিনে শেষ পেরেকটা পুঁততে চলেছেন। নির্বাচনের দিন আমি নিজে উপস্থিত থাকব ভাঙড়ে। সেদিন দেখব আইএসএফ ও সিপিএমের হার্মাদদের কত ক্ষমতা। এই নিয়ে শওকত মোল্লা বলেন, ভোগালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ শেষ পর্যায়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা আব্দুল রফিকের নেতৃত্বে মিছিল করে। সেইসময় আইএসএফ আশ্রিত সমাজ-বিরোধীরা হঠাৎই মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়ে এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিককে প্রাণে মারার চেষ্টা করে। ঘটনায় আইএসএফ বিধায়কের গ্রেফতারির দাবি জানিয়েছেন শওকত।