বঙ্গ

ভোটের আগে ভাঙড়ে আইএসএফের বোমাবাজি, আহত তৃণমূল নেতা-কর্মীরা

প্রতিবেদন : পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে আইএসএফের। তাই ভোটের ৪৮ ঘণ্টা আগে ভাঙড়কে (Bhangar) উত্তপ্ত করতে গুন্ডাগিরি শুরু করেছে আইএসএফের দুষ্কৃতীরা। সেখানকার বিধায়কের নির্দেশে রাতের অন্ধকারে তৃণমূলের উপর হামলা চালাল তারা। বৃহস্পতিবার ভাঙড়ের ভোগালি-২ গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে ছোঁড়া বোমায় শিশু ও মহিলা-সহ ১০ জন গুরুতর জখম হয়েছেন। ভোটের প্রচার পর্বের শেষে আইএসএফ দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপকভাবে জখম হয়েছেন তৃণমূল নেতা আব্দুর রফিক। বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে জখম হয়েছে তাঁর পা। ইতিমধ্যেই এই বোমাবাজির ঘটনায় ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শেখ মোয়াজ্জেম ও শেখ নাসিরুদ্দিনকে শুক্রবার আদালতে পেশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই আহতদের কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তাদের জিরনগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে অবস্থা সঙ্কটজনক বুঝে আহতদের পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাঁদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ এবং বিধায়ক তথা ভাঙড়ের অবজার্ভার শওকত মোল্লা। আহত মহিলা-শিশু ও তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তায় সায়নী জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ভাঙড়ে (Bhangar)। বোমা বিস্ফোরণে তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিক, হাবিব, কুতুবুদ্দিন, প্রকাশ, সইফ-সহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। আমি কথা দিচ্ছি, আমাদের দলের কর্মীদের পাশে আমরা যেমন রয়েছি, তেমনই আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষের পাশেও থাকব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আমরা ভাঙড়ে শান্তি স্থাপন করব।

আরও পড়ুন: কবে থেকে রাজ্যের কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু?

এই ঘটনায় আইএসএফের বিরুদ্ধে তোপ দেগে যাদবপুরের প্রার্থী আরও বলেন, এই বোমাবাজির ঘটনায় আইএসএফ জড়িত। ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। রাজনৈতিকভাবে লড়তে না পেরে আইএসএফ এই জঘন্য ঘটনা ঘটিয়েছে। এর প্রতিবাদে এই অঞ্চলের মানুষ আগামী ১ জুন তাদের কফিনে শেষ পেরেকটা পুঁততে চলেছেন। নির্বাচনের দিন আমি নিজে উপস্থিত থাকব ভাঙড়ে। সেদিন দেখব আইএসএফ ও সিপিএমের হার্মাদদের কত ক্ষমতা। এই নিয়ে শওকত মোল্লা বলেন, ভোগালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ শেষ পর্যায়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা আব্দুল রফিকের নেতৃত্বে মিছিল করে। সেইসময় আইএসএফ আশ্রিত সমাজ-বিরোধীরা হঠাৎই মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়ে এবং তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিককে প্রাণে মারার চেষ্টা করে। ঘটনায় আইএসএফ বিধায়কের গ্রেফতারির দাবি জানিয়েছেন শওকত।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

17 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

41 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

45 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

54 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

59 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago