সংবাদদাতা, হালিশহর : তৃণমূল কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের। শনিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এইচ কে ভট্ট রোড এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। নৈহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিজয়ী কাউন্সিলর অশোক যাদব। শনিবার গভীর রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। সে সময় বাড়িতে খাওয়া-দাওয়া করছিলেন কাউন্সিলর। হঠাৎ বোমার শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। বাইরে এসে দেখতে পান তাঁর গাড়ি লক্ষ্য করে দুই দুষ্কৃতী বোমা মেরে পালাচ্ছে। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী ঘটনার নিন্দা করে বলেন, বারাকপুরে বিজেপি নিশ্চিহ্ন। তাই নিজেদের অস্তিত্ব জানান দিতে তৃণমূলের বিজয়ী কাউন্সিলরদের উপর পরিকল্পনা মাফিক আক্রমণ চালাচ্ছে। আমরা সে কাজ হতে দেব না। একাজ যারা করেছে তারা যেন কঠোর শাস্তি পায়। কাউন্সিলর অশোক যাদব বলেন, এভাবে বোমা মেরে তৃণমূল (Trinamool Congress) কর্মীদের ভয় দেখানো যাবে না। আমরা বিজেপির এই চক্রান্ত প্রতিহত করবই।