অমৃতসরের (Amritsar) স্বর্ণমন্দিরে বোমাতঙ্ক। সোমবার রাতে স্বর্ণমন্দির কর্তৃপক্ষের মেইলে একটি ইমেইল ঢোকে যেখানে স্পষ্ট লেখা, উড়িয়ে দেওয়া হবে স্বর্ণমন্দিরের লঙ্গরখানা। এখানে বহু মানুষ প্রতিদিন বিনামূল্য়ে খেতে আসেন। মেইলে হুঁশিয়ারি দেওয়া হয় সেই লঙ্গরখানার মধ্যে নাকি লুকিয়ে রাখা হয়েছে বোমা। স্বাভাবিকভাবেই এমন মেইলের পর উত্তেজনা ছড়ায় গোটা স্বর্ণমন্দির চত্বরে। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য এরপর থানায় দ্বারস্থ হয়। তাঁদের বয়ানের ভিত্তিতে দায়ের হয় অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। কমিটির প্রধান হরজিন্দর সিং ধামী এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। কে এই হুঁশিয়ারি ইমেইল পাঠাল, নেপথ্য়ে কোন চক্রান্ত সাইবার ক্রাইম দফতরকে সবটাই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন-তিন দিনের জীবন-মরণের লড়াইয়ে ইতি ওড়িশার নির্যাতিতার
পুলিশ কমিশনার গুরুপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) কর্তৃপক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন তারা যে স্বর্ণ মন্দিরে বিস্ফোরণের হুমকি দিয়ে একটি ইমেল তারা পেয়েছে। রাজ্য সাইবার ক্রাইম এবং অন্যান্য সংস্থার সাহায্য নিয়ে গোটা বিষয়টির তদন্ত চলছে। পুলিশ এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-গ্রেফতার বালেশ্বর কলেজের অধ্যক্ষ
অমৃতসর পুলিশের মতে, বোম্ব স্কোয়াড (বিডিএস), এসজিপিসি বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী স্বর্ণমন্দির প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্বস্ত করেছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।