দেশের ৪১টি এয়ারপোর্টে বোমাতঙ্ক, এল ভুয়ো হুমকি মেইল

6E 5149 বিমানটিতে ছিলেন ১৯৬ জন যাত্রী ও ৭ জন ক্রিউ সদস্য। বিমানটিকে আইসোলেশনে নিয়ে আলাদা করে পরীক্ষা করা হয়।

Must read

বোমাতঙ্কের হুমকি লেগেই রয়েছে। দেশজুড়ে বিভিন্ন স্কুল, হাসপাতাল, বিমানবন্দর পর পর পাচ্ছে হুমকি মেইল। দেশের ৪১ টি বিমানবন্দরে (Airport) বোমা হামলার হুমকি এসেছে। বিমানবন্দরে হুমকি দিয়ে লেখা রয়েছে, ‘ হ্যালো.. বিমানবন্দরে বিস্ফোরক লুকিয়ে আছে। বোমাগুলো শীঘ্রই বিস্ফোরিত হবে। তোমরা সবাই মরবে।’ এদিকে, মুম্বইতে ছত্রপতি শিবাজী এয়ারপোর্টে একটি বিমানে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়েছে। বিমান অবতরণ করতে তল্লাশি শুরু হয়, যদিও কিছু পাওয়া যায়নি। ইন্ডিগোর তরফে এই মর্মে জানানো হয়েছে, ‘সমস্ত যাত্রী নিরাপদে বিমান থেকে নেমেছেন, আমরা নিরাপত্তা সংস্থাগুলির সাথে যোগাযোগ রাখছি এবং সমস্ত নিরাপত্তা বিষয়ক পরীক্ষা শেষ হলে বিমানটিকে আবার টার্মিনালে অবস্থান করা হবে।’

আরও পড়ুন-বাম আমলে উপেক্ষিত জ্যোতিষ্ক

মঙ্গলবার রাত ১০.২৪ মিনিটে চেন্নাই থেকে মুম্বইগামী এক বিমান, মুম্বইয়ের ছত্রপতি শিবাজী বিমানবন্দরে অবতরণ করার পরেই নিরাপদে যাত্রীদের বের করে আনা হয়। শুরু হয় তল্লাশি। মুম্বই থেকে চেন্নাইগামী যে বিমানে বোমার হুমকি ছিল, সেটি মুম্বই বিমানবন্দরে নামার পর দায়িত্বভার নেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। 6E 5149 বিমানটিতে ছিলেন ১৯৬ জন যাত্রী ও ৭ জন ক্রিউ সদস্য। বিমানটিকে আইসোলেশনে নিয়ে আলাদা করে পরীক্ষা করা হয়।

আরও পড়ুন-কলকাতার ট্রামে জুড়ল অস্ট্রেলিয়ান পর্যটন

প্রসঙ্গত, গত ২ দিন ধরে মুম্বইয়ের ৬০ টি হাসপাতালে একই হুমকি এসেছে। বলা হয়েছে হাসপাতাল চত্বরে বোমা আছে। যদিও ইতিমধ্যেই সেই সব মেইল ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। সরকারি ও বেসরকারি নির্বিশেষে এই ধরনের হুমকি আসছে। সেভেনহিলস হাসপাতাল, জসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার, এসএল রাহেজা হাসপাতাল, ভাবা হাসপাতাল, হিরানন্দানি হাসপাতাল, সেন্ট জর্জ হাসপাতাল এবং কেইএম হাসপাতাল ইমেলগুলি পেয়েছে।

Latest article