মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার উড়ান, এল বিমান ওড়ানোর হুমকি

এয়ার ইন্ডিয়ার উড়ানটি বিমানবন্দরে অবতরণ করার পরেই যাত্রীদের নামানো হয় বিমান থেকে। জোরকদমে শুরু হয় তল্লাশি।

Must read

আজ, বৃহস্পতিবার সকালে বোমাতঙ্ক কেরলের তিরুবনন্তপুরমে। মুম্বই থেকে তিরুবনন্তপুরমগামী এয়ার ইন্ডিয়া (Air India) উড়ানে বোমা আছে বলে বিমানবন্দরে একটি হুমকি ফোন আসে। এই উড়ানটিতে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন। দ্রুত সতর্কতা অবলম্বন করে কোথা থেকে এই হুমকি ফোন এসেছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে হুমকির পর থেকেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দর জুড়ে। এয়ার ইন্ডিয়ার উড়ানটি বিমানবন্দরে অবতরণ করার পরেই যাত্রীদের নামানো হয় বিমান থেকে। জোরকদমে শুরু হয় তল্লাশি।

আরও পড়ুন-ত্রিপুরায় ভয়াবহ বন্যায় কিশোরী সহ মৃত ১০, ঘরছাড়া কমপক্ষে ৩৪,০০০

প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ এয়ার ইন্ডিয়ার উড়ানটি মুম্বই থেকে উড়েছিল। এরপরেই হুমকি ফোন আসে বিমানবন্দরে। তিরুবনন্তপুরম বিমানবন্দরে ৭টা ৩৬ মিনিট নাগাদ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সকাল ৮টা ৪৪ মিনিট নাগাদ বিমানটি অবতরণ করে তিরুবনন্তপুরম বিমানবন্দরে। হুমকি ফোনটি আসার সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি আকাশে। যদিও সেই সময় বিমানবন্দরে অবতরণের জন্যে পাইলট প্রস্তুতি নিচ্ছিলেন। উড়ানে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন এবং সকলের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই বিমানবন্দরে এমার্জেন্সি জারি করা হয়। অবতরণের পর বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে এনে শুরু হয় তল্লাশি।

আরও পড়ুন-ফের বিতর্কের মুখে বন্দে ভারতের খাবার, পরিবেশিত ডালে এবার আরশোলা

এমতাবস্থায় যাত্রীরা সুরক্ষিত আছেন। বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়ার পরে ফের তিরুবনন্তপুরম বিমানবন্দরে উড়ান পরিষেবা স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। বিমানে যদিও কোনও বোমা পাওয়া যায় নি। তবুও নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা কর্মীরা।

Latest article