ইডিকে জরিমানা করল বম্বে হাইকোর্ট

এক্তিয়ারের বাইরে গিয়ে অতিসক্রিয়তা দেখানোর খেসারত দিতে হল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে।

Must read

প্রতিবেদন: এক্তিয়ারের বাইরে গিয়ে অতিসক্রিয়তা দেখানোর খেসারত দিতে হল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। বম্বে হাইকোর্ট ইডিকে কার্যত তুলোধোনা করে ১ লক্ষ টাকা জরিমানা করল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হল, তদন্তের নামে কোনও অবস্থাতেই সাধারণ মানুষকে হেনস্থা করতে পারেন না তারা। আইনের এক্তিয়ারের মধ্যে থেকে কাজ করতে হবে ইডিকে।

আরও পড়ুন-সইফের ১৫ হাজার কোটির সম্পত্তি হাতছাড়া?

যে মামলার পরিপ্রেক্ষিতে ইডিকে জরিমানা করে আদালত, সেটি মুম্বইয়ের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী রাকেশ জৈনের বিরুদ্ধে ইডির সংঘাতকে কেন্দ্র করে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিল ইডি। ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীর থেকে সম্পত্তি কিনেছিলেন এমন এক ব্যক্তি চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে মুম্বইয়ের ভিলে পার্লে পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। অগাস্ট মাসে ওই ব্যবসায়ীকে সমন পাঠানো হয়। মঙ্গলবার বম্বে হাইকোর্টের বিচারপতি মিলিন্দ যাদবের বেঞ্চ ইডির সমন খারিজ করে দিয়ে বলে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিনা কারণে মামলা করা হয়েছে। অভিযোগ দাঁড়ায় না।

Latest article