প্রতিবেদন: অপারেশন সিঁদুর নিয়ে মোদি সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ১৯ বছরের এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে। কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছিল তাঁকে। ওই তরুণীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। শুধু তাই নয়, ছাত্রীটিকে কলেজ থেকে বহিষ্কার এবং গ্রেফতার করার জন্য মহারাষ্ট্র সরকারকে রীতিমতো ভৎর্সনাও করেছে হাইকোর্ট। এ-ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ, এর ফলে একটা জীবন নষ্ট হচ্ছে।
আরও পড়ুন-রানিগঞ্জ বিধানসভা এলাকায় শুরু, তৃণমূলের ব্লকভিত্তিক কর্মী সম্মেলন
সোমবার বিচারপতি গৌর গডসের বেঞ্চ রীতিমতো ধমকের সুরে রাজ্য সরকারকে প্রশ্ন করেছে, এসব কী হচ্ছে? একজনের জীবন নষ্ট করছেন? এটা কী ধরনের আচরণ? নিজের ভাব প্রকাশের জন্যে গ্রেফতার করা হল ওই ছাত্রীকে? তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছিল কি? তাহলে ছাত্রীটিকে বহিষ্কার করা যৌক্তিকতা কোথায়? এই বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই পড়ুয়া দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের। ৭ মে সরকারের সমালোচনার পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৯ মে। বিচারপতির প্রশ্ন, পড়ুয়াদের সুশিক্ষা দেবেন, নাকি অপরাধী তৈরি করবেন? আদালতের স্পষ্ট নির্দেশ, ছাত্রীটিকে পরীক্ষায় বসতে বাধা দেওয়া চলবে না।