প্রতিবেদন: গেরুয়া মুখ্যমন্ত্রীর ক্ষমাপ্রার্থনা এবং শান্তি ফিরিয়ে আনার আশাপ্রকাশই সার, বছরের প্রথম দিনে আবার সঙ্ঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর। বোমা-গুলিতে কেঁপে উঠল নতুন বছরের সকাল। বিজেপির নাটককে পাত্তাই দিল না জঙ্গিরা। পশ্চিম ইম্ফলের কদংবন্ড অঞ্চলে রীতিমতো সন্ত্রাস চালাল তারা। মঙ্গলবার মাঝরাতেই ফের জ্বলে ওঠে অশান্তির আগুন। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয় এলোপাথাড়ি। সঙ্গে বোমাও। আতঙ্কিত গ্রামবাসীরা বুধবার ভোররাতেই এলাকা ছেড়ে পালাতে শুরু করেন। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত ১ট নাগাদ পাহাড়ের উপর থেকে নীচে নেমে আসে জঙ্গিরা।
আরও পড়ুন-পাক জেলে এখনও বন্দি ২৬৬ ভারতীয় নাগরিক
গুলিবর্ষণ শুরু করে মেইতেইদের গ্রাম লক্ষ্য করে। প্রতিরোধে এগিয়ে আসেন গ্রামের স্বেচ্ছাসেবকরা। খবর দেওয়া হয় নিরাপত্তাবাহিনীকেও। বাহিনী দ্রুত ঘটনাস্থলে হাজির হওয়া মাত্রই চম্পট দেয় জঙ্গিরা। কোনও হতাহতের অবশ্য খবর নেই। লক্ষণীয়, মঙ্গলবারই নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের একদফা সংঘর্ষ বাধে। এর জেরে কার্ফু জারি করা হয় কংপোকপি জেলার সাইকুলে। তারপরেই মাঝরাতে পশ্চিম ইম্ফলে সশস্ত্র হামলার ঘটনা। এখনও পর্যন্ত মূলত কংপোকপি এবং পশ্চিম ইম্ফলই সবচেয়ে বেশি স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। তবে বছরের প্রথমদিনে কড়া নজরদারি চালানো হচ্ছে গোটা রাজ্যেই।