মিলল না বোনাস, অবস্থানে রেলকর্মীরা

কিন্তু সময়মতো তা হাতে না পাওয়ায় শুক্রবার আন্দোলনকারীরা আলিপুরদুয়ারের বিভাগীয় রেল প্রবন্ধকের কাছে স্মারকলিপি প্রদান করে।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : রেলের বঞ্চনা। পুজোর বোনাস পেলেন না কর্মীরা। বোনাসের দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হলেন কর্মীরা। শুক্রবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কার্যালয়ের সামনে এই আন্দোলনে শামিল হন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, রেলের অফিসারদের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন আগামী ৩ অক্টোবর বোনাসের বিষয়ে রেল মন্ত্রকের মিটিং আছে ।

আরও পড়ুন-দক্ষিণে ভারী, উত্তরে হবে হালকা বৃষ্টি

তারপর ঘোষণা হতে পারে বোনাস। কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন উৎসব। আর এই উৎসব শুরুর মুখে, বিশেষ করে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আগে বোনাসের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ রেল কর্মীরা।তাদের দাবি সংবাদ মাধ্যমে রেল এবার ৭৮দিনের বোনাস ও সাথে ৪ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করবে বলে জানিয়েছিল। কিন্তু এখনও সেই টাকার কোন খবর নেই। সারা বছর ধরে রেলের কর্মীরা এই উৎসবের মরশুমের অপেক্ষায় থাকে ।

আরও পড়ুন-দু’দিনে রেকর্ড আয় মেট্রোর

বোনাসের টাকা তাদের উৎসব উদ্যাপনে কাজে লাগে । কিন্তু সময়মতো তা হাতে না পাওয়ায় শুক্রবার আন্দোলনকারীরা আলিপুরদুয়ারের বিভাগীয় রেল প্রবন্ধকের কাছে স্মারকলিপি প্রদান করে। পাশাপাশি অবিলম্বে তাদের বোনাস প্রদান না করা হলে ধর্মঘটের হুমকিও দেয় আন্দোলনকারীরা।

Latest article