রাজ্যের (west bengal government) প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং শিল্পে কর্মরত প্রায় দুই লক্ষ শ্রমিক এবারের দুর্গাপুজোর আগে আগের চেয়ে বেশি বোনাস পাবেন। গতবারের ১৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে এ বছর বোনাস হয়েছে ১৭.২ শতাংশ। সোমবার নিউ সেক্রেটারিয়েট ভবনে রাজ্য শ্রম দফতর, ট্রেড ইউনিয়ন এবং শিল্প কর্তৃপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
শুধু বোনাস নয়, শ্রমিকদের এক্সগ্রেশিয়াও বেড়েছে। গতবারের ৯০০ টাকা থেকে এ বছর ১১০০ টাকা, অর্থাৎ ২০০ টাকার বৃদ্ধি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে ছড়ানো এই শিল্পগুলিতে ১০ সেপ্টেম্বরের মধ্যেই বোনাস ও এক্সগ্রেশিয়া দেওয়ার নির্দেশ রয়েছে চুক্তিতে।
আরও পড়ুন-বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা চালু
রাজ্য শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এর আগেও একাধিকবার রাজ্য সরকারের (west bengal government) উদ্যোগে ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে বোনাস বেড়েছে।এবারও বোনাস বেড়েছে।”