ভাল লাগা যখন লেখায় প্রকাশ পায়, সেই অনুভূতি হয়ে ওঠে চিরকালীন। মা গবেষণার জন্য জাপানে গিয়েছিলেন। তাই মা-এর সঙ্গে ছোট্ট সমৃদ্ধকেও যেতে হয়েছিল। আর সেখানে গিয়েই নিজের মতো করে জাপানকে চিনেছে বছর ১০-র সমৃদ্ধ চট্টোপাধ্যায়। জাপানকে নিজের চোখে দেখার সেই অভিজ্ঞতাই বই-এর আকারে দেজ প্রকাশনা থেকে প্রকাশিত হল। বইয়ের নাম— ‘অ্যান ইন্ডিয়ান কিড ইন জাপান’।
আরও পড়ুন-শীর্ষেন্দুর হাত ধরে প্রথমবার বাংলায় কুভেম্পু পুরস্কার
আসলে জন্ম থেকে দেখা ঘরবাড়ি, পরিজন বন্ধুবান্ধব ছেড়ে একটা আলাদা দেশ, আলাদা সংস্কৃতি ধরা পড়েছিল তার দশবছরের ছোট্ট দু’চোখে। দেশের খুঁটিনাটি যাবতীয় তথ্য ধরা পড়েছিল তার ছোট্ট মনে। জাপানের স্কুলে ভর্তি হয়ে সে সেখানকার পড়াশোনা সম্পর্কেও জেনেছে। জেনেছে সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কেও। তাই এক খুদে ভারতীয় তথা বাঙালি বালকের মনে জাপানকে নতুন করে চিনতে এই বই আলাদা জায়গা করে নেবে একথা নিঃসন্দেহে বলা যায়।