প্রতিবেদন: অপেক্ষার অবসান। বর্ণময় রাজা রাধাকান্ত দেবের (Radhakanta Dev) জীবনী নিয়ে বই প্রকাশিত হল। লেখক তাঁর উত্তরসূরি সৌমিতনারায়ণ দেব। যিনি শোভাবাজার রাজ পরিবারের তিরিশতম পুরুষ। মহালয়ার দিন রাজবাড়ির দুর্গা প্রতিমার সামনেই বইয়ের প্রকাশ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টরা। ছিলেন ডাঃ পার্থসারথি মুখোপাধ্যায়, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দুলালচন্দ্র শীল, দেবাশিসকৃষ্ণ দেব, সুমিতকৃষ্ণ দেব, সুব্রত গঙ্গোপাধ্যায় প্রমুখ। বই হাতে নিয়ে লেখক সৌমিতনারায়ণ দেব বলেন, বইয়ের তথ্যগুলির ইংরেজি অনুবাদও হয়েছে। অনুবাদ করেছেন সিদ্ধার্থ এস কুমার। তথ্যগুলি নিয়ে ছবি এঁকেছেন প্রবীরকৃষ্ণ দেব। বর্ণময় স্যার রাজা রাধাকান্ত দেব (Radhakanta Dev) বাহাদুরের এই বইটির কথাগুলি পাঠককে আনন্দ ও বেদনার স্মৃতিমেদুরতায় ভরিয়ে রাখবে এটাই বিশ্বাস করি।
আরও পড়ুন-৩৫০ বছর আগে স্বপ্নাদেশে সন্তানলাভে শুরু দারোগাবাড়ির পুজো