প্রতিবেদন : রথযাত্রায় বুকিং শুরু হল যাত্রাপালার। সেই সঙ্গে বাগবাজারে ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে সূচনা হল এবছরের যাত্রা মরশুমেরও। হোমযজ্ঞের পবিত্র আগুনকে সাক্ষী রেখে অনুষ্ঠানিক উদ্বোধন করলেন যাত্রা অ্যাকাডেমির চেয়ারম্যান মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান মন্ত্রী ইন্দ্রনীল সেন।
অনুষ্ঠানে প্রকাশিত হল ‘যাত্রাদর্পণ’ পত্রিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পড়ে শোনালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, যাত্রাশিল্পের সঙ্গে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমি ভবনে এই অনুষ্ঠান অবশ্যই সফল হবে। এদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হল তিনটি যাত্রাপালাকে। প্রথম স্থান পেল দেবীবন্দনা অপেরার ‘আ-এ আমটি খাব পেড়ে’। নতুন নতুন পালা নিয়ে আশাবাদী অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকরা।