বড়দিনের আগেই তুষারপাতের পূর্বাভাসে শৈলশহরে বাড়ল বুকিং

চলতি বছর মরশুমের শুরু থেকেই ব্যাটিং শুরু শীতের।

Must read

চলতি বছর মরশুমের শুরু থেকেই ব্যাটিং শুরু শীতের। রাজ্যজুড়েই তাপমাত্রার পারদ এখন স্বাভাবিকের নীচে। আপাতত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। এই অবস্থায় বড়দিনের (Christmas) আগেই পাহাড়ে আবার উপচে পড়ছে পর্যটকদের ভিড়। তুষারপাতের সম্ভাবনার কথা জেনেই ২৫ ডিসেম্বরের আগেই ব্যস্ত হয়ে উঠেছে হোটেল-রিসর্টগুলি। সূত্রের খবর, ৬০ শতাংশেরও বেশি হোটেল বুকিং হয়ে গিয়েছে।

আরও পড়ুন-ইন্ডিগো সঙ্কটের মাঝেই বাড়তি নজরদারি কলকাতা বিমানবন্দরে

বিপর্যয়ের পর অনেকদিন পর্যটক শূন্য হয়ে ছিল পাহাড় তবে এবার হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। ধসের জন্য রোহিণী পথ বন্ধ আছে তবে পাহাড়ের বাকি সব রাস্তা এখন খোলা। সিকিমেও ১০ নম্বর জাতীয় সড়ক এবং বাগরাকোট হয়ে ৭১৭ (এ) জাতীয় সড়কও খুলে গিয়েছে। ওদিকে আবগারি দফতরের নির্দেশে তিন মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে প্লেনারিজ়ের বার। লোকাল সাইট সিয়িং নিয়ে পাহাড়-সমতলের গাড়ি চালকদের মধ্যে কিছু সমস্যা থাকলেও মনে করা হচ্ছে পর্যটকদের ভিড় বাড়লে এই সমস্যা মিটে যাবে।

আরও পড়ুন-মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির সেলসিয়াসের ঘরে থাকবে। কোচবিহার, জলপাইগুড়িতে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মত। তবে উত্তরের সব জেলায় কুয়াশার দাপট থাকবে।

 

Latest article