প্রতিবেদন : এবারে মহানগরীর বাড়ি বাড়ি গিয়ে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন কলকাতা পুরসভার (corporation) স্বাস্থ্য দফতরের (health) কর্মীরা। গণচেতনা (awareness) জাগাতে প্রয়োজনে পথে নামবেন আধিকারিকরা। বুস্টার ডোজের ব্যাপারে এক শ্রেণির নাগরিকের অনীহা এবং সঙ্কোচ দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরকর্তৃপক্ষ। দেখা যাচ্ছে বেশ কিছু নাগরিক বিভিন্ন কারণ দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন বুস্টার ডোজ।
আরও পড়ুন-রাজ্যে অধ্যাপক নিয়োগে বিজ্ঞপ্তি
বিশেষ করে বয়স্ক নাগরিকদের এই প্রবণতা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ, কলকাতা পুরসভার করোনার বিরুদ্ধে যুদ্ধের অগ্রগতিকে ব্যাহত করছে এই ধরনের বিপজ্জনক প্রবণতা। স্বাভাবিকভাবেই চিন্তিত মেয়র ফিরহাদ হাকিমও।