সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : আজ রাজ্যের (State) ৬ বিধানসভার (Bidhansabha) সঙ্গে সকাল ৭টায় শুরু হচ্ছে মেদিনীপুর (Midnapur) বিধানসভার উপনির্বাচনে (Byelection) ভোটগ্রহণ। মেদিনীপুর কলেজের (Midnapur College) ডিসিআরসি (DRC) সেন্টার থেকে তৎপর ভোটকর্মীরা নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে মঙ্গলবার সকাল থেকেই রওনা দেন ৩০৪টি ভোটকেন্দ্রে।
আরও পড়ুন-কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
উল্লেখ্য, মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে এবার প্রায় ২ লক্ষ ৯২ হাজার ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য প্রায় ১৮০০ কর্মী নিযোগ করেছে নির্বাচন কমিশন। আছেন মহিলা ভোটকর্মীরাও। তাঁরাও মঙ্গলবার দুপুর থেকেই পৌঁছে যান বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে। নির্বিঘ্নে ভোটগ্রহণ করতে সতর্ক রয়েছে জেলা প্রশাসনও।