তিনদিনের মধ্যে ২১ উপাচার্য নিয়োগ করতে হবে বোসকে

রাজ্যের জয়, রাজ্যপালের ধাক্কা, শিক্ষামন্ত্রীর ট্যুইট

Must read

প্রতিবেদন : রাজ্যের সুপারিশ করা তালিকা অনুযায়ীই ২১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (vice-chancellor) নিয়োগ করতে হবে আচার্য তথা রাজ্যপালকে। একইসঙ্গে শুক্রবারের মধ্যেই তাঁর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে। এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপাচার্য নিয়োগ মামলা শীর্ষ আদালত আবার শুনবে আগামী শুক্রবার।
উপাচার্য নিয়োগ নিয়ে এতদিন শিক্ষা দফতরের কথা রীতিমত খারিজ করছিলেন রাজ্যপাল। কিন্তু এবার চাপ পড়তেই নিজের জায়গা থেকে সরলেন তিনি। রাজ্যের জুতোতেই পা গলাতে হল তাঁকে। সুপ্রিম নির্দেশই মাথা পেতে নিলেন তিনি। সুপ্রিম কোর্ট আচার্য বোসকে নির্দেশ দিয়েছে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন থাকবে না।

আরও পড়ুন- তফসিলি জাতি-উপজাতিদের উপরই ওরা সবচেয়ে বেশি আক্রমণ করেছে

ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, মাননীয় সুপ্রিম কোর্ট আজ চ্যান্সেলরকে নির্দেশ দিয়েছে রাজ্যের সাহায্যপ্রাপ্ত ২১টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে। এই নির্দেশের একটি কমপ্লায়েন্স রিপোর্ট শুক্রবার দাখিল করতে হবে। এমনকী ২১ জন উপাচার্য নিয়োগ করার তথ্য সংরক্ষণ না করে রাখার অনুরোধ করেছিলেন রাজ্যপালের কৌঁসুলি। সেই বিষয়টিও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
শিক্ষা দফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই নিজের পছন্দমতো ব্যক্তিদের নিয়োগ করছেন বোস। সমস্যার সমাধানে রাজভবনে আসেন খোদ অ্যাটর্নি জেনারেল। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালত নির্দেশ দেয় রাজ্যের পাঠানো তালিকা থেকে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসাবে নিয়োগ করতে হবে তাঁকে। ফলস্বরূপ ২১টি বিশ্ববিদ্যালয় পেতে চলেছে স্থায়ী উপাচার্য (vice-chancellor)।

Latest article