রাজনীতি

প্রয়াত বিধায়কের সুস্থতা কামনা, বিধায়ক উল্লেখ করে মুকুলকেও চিঠি! রাজ্যপালের কাজে শোরগোল

সর্বক্ষণ বিজেপির কথায় উঠলে বসলে এমনই হয়। প্রয়াত বিধায়কের দীর্ঘায়ু কামনা করছেন রাজ্যপাল। সদ্য বিধায়ক পদ হারানো মুকুল রায়কেও বিধায়ক উল্লেখ করে চিঠি দিয়েছেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। বিধানসভায় এই চিঠিগুলি পৌঁছনোর পরই শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান রাজ্যপাল তাই তাঁর দফতর থেকে এমন একটি ত্রুটি অনভিপ্রেত।

দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে বসার তিন বছর পূর্ণ করেছেন বোস। ২৩ নভেম্বর রাজভবনে দিনটিকে উদ্‌যাপনও করেছেন। একইসঙ্গে নিজের কার্যকালের চতুর্থ বর্ষ শুরুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সব মন্ত্রী ও বিধায়ককে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শুভেচ্ছাবার্তা তাঁদের দফতরের পৌঁছে গিয়েছে। তবে বাকি বিধায়কদের চিঠি পাঠানো হয়েছে বিধানসভায়। রাজভবন থেকে প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহারও দীর্ঘায়ু কামনা করে চিঠি লিখেছেন বোস। ১৫ মে প্রয়াত হয়েছেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা। তাঁর মৃত্যু ৬ মাস কেটে গিয়েছে। তারপর রাজ্যপালের (CV Ananda Bose) এমন চিঠি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে সর্বত্র। কোনও খবরই কি রাখেন না বোস এবং তাঁর দফতর?

আরও পড়ুন- সংবিধান মানব, বিজেপির গাইডলাইন নয়: সংবিধান হাতে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

১৩ নভেম্বর কলকাতা হাই কোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুলের বিধায়কপদ খারিজ করেছে। আর মুকুলকে বিধায়ক উল্লেখ করে ১৯ নভেম্বর শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজ্যপাল। যা লজ্জার! বিধানসভার সঙ্গে রাজভবনের সাংবিধানিক যোগাযোগ রয়েছে সেই কারণে স্বাভাবিক নিয়মেই বিধায়কদের অবস্থান প্রসঙ্গে জানা রাজ্যপালের কর্তব্যের মধ্যেই পড়ে তা সত্ত্বেও কেন এমন ভুল? রাজভবনের এমন দায়সারা কাজের কারণে বিভিন্ন প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

রাজভবনের এমন কাজের কথা জানতে পেরে ক্ষুব্ধ সিভি আনন্দ বোস। এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে বোস এমনটাই খবর। পাশাপাশি এখন থেকে রাজ্যপালের স্বাক্ষরযুক্ত প্রত্যেকটি চিঠি শুধুমাত্র নির্দিষ্ট কমিটি অনুমোদন করার পরেই পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago