‘ভবানীপুর ৭৫ পল্লী’ নামটি বর্তমানে দক্ষিণ কলকাতার (South Kolkata) থিম পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো হিসাবে বিবেচিত। প্রতি বছর ভবানীপুর ৭৫ পল্লী নিত্য নতুন থিম সামনে এনে ৫৯ বছরের ঐতিহ্য বজায় রেখেছে। আজ প্রতিপদ তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুজোটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন।
আরও পড়ুন-শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসছে নতুন অতিথি
বাবলু সিং, কার্যকরী সভাপতি ভবানীপুর ৭৫ পল্লী এবং সমাজকর্মী এদিন বলেন, ‘ঐতিহ্য রাতারাতি গড়ে ওঠে না, এর শিকড় গভীরে থাকে। তাই, এই বছরও ভবানীপুর ৭৫ পল্লী সবকিয়ানার প্রতি আস্থা বজায় রেখেছে। এবার ভবানীপুর ৭৫ পল্লীতে প্যান্ডেল সাজানোর জন্য পান, আম সহ নানা ধরনের পাহাড়ি ফল ব্যবহার করা হয়েছে। এই ফলগুলি প্রক্রিয়াজাত করে একটি ঐতিহ্যগত পদ্ধতিতে সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে। শিল্পী প্রশান্ত পালের ভাস্কর্যে দেবীর মূর্তির মধ্যেও সবেকিয়ানার ছাপ স্পষ্ট।’