সংবাদদাতা, হাওড়া : এবার নিজের ঘরেই বয়কটের মুখে বিজেপি। হাওড়ায় পুরভোটের জন্য বিজেপির তৈরি করা কমিটি সরাসরি বয়কট করলেন দলীয় নেতা স্বয়ং। ওই কমিটির প্রথম বৈঠকেও অনুপস্থিত রইলেন দলেরই একাধিক নেতা। যার জেরে পুরভোটের আগে হাওড়ায় আরও বিপাকে বিজেপি।
আরও পড়ুন-Tripura: ত্রিপুরায় হঠাৎ গ্রেফতার সায়নী, আগামিকাল সকালেই ত্রিপুরা পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাওড়া পুর নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি নতুন কমিটি গড়েছে। যার মাথায় রয়েছেন হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। শুভেন্দু অধিকারীদের ঠিক করে দেওয়া এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় রথীন চক্রবর্তীর চিকিৎসাকেন্দ্রে ওই কমিটির বৈঠক বসে। যেখানে আসেননি ওই কমিটিতে থাকা হাওড়ার প্রাক্তন মেয়র পারিষদ বাণী সিংহরায়, শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী এবং বিজেপিরই প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মণ্ডল।
আরও পড়ুন-ত্রিপুরায় দলের মহিলাদের উপর হামলা, নিন্দা অভিষেকের
ওই কমিটি ঘোষণা হতেই তার বিরুদ্ধে সরব হয়েছেন বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বাণী সিংহরায়। কমিটির প্রথম বৈঠকও বয়কট করলেন তিনি। বাণী স্পষ্ট জানালেন, বৈঠকের ব্যাপারে আমাকে জানানো হয়নি। এমনকী কমিটি তৈরির বিষয়েও কিছুই জানানো হয়নি। তাঁর দাবি, কোনও অনুমতি ছাড়াই ওই কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে। অনুমতি ছাড়া কেন তাঁর নাম ওই কমিটিতে রাখা হল, এই প্রশ্ন তুলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করার কথাও ভাবনাচিন্তা করবেন বলে তিনি জানিয়েছেন। বৈঠকে আসেননি শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ীও।
তাঁকে বৈঠকের কথা জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। দলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মণ্ডল বৈঠকে গরহাজির ছিলেন। তিনিও বৈঠকের দিনক্ষণ জানতেন না। এরই সঙ্গে দলীয় কার্যালয়ের পরিবর্তে রথীন চক্রবর্তীর নিজস্ব চিকিৎসাকেন্দ্রে কেন দলের বৈঠক হল তাই নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন দলেরই অনেকে।
আরও পড়ুন-Tripura : ত্রিপুরায় সায়নীর জিজ্ঞাসাবাদ চলাকালীন থানায় হামলা বিজেপির
পুরভোটের আগে যেভাবে বিজেপি নিজের ঘরেই বয়কটের মুখে পড়তে শুরু করেছে তাতে দলের সাংগঠনিক সমস্যা ক্রমেই বাড়ছে। এই ব্যাপারে কমিটির মাথায় থাকা রথীন চক্রবর্তী জানান, ‘‘বৈঠকের ব্যাপারে সবাইকেই আগে জানানো হয়েছিল। তবুও তাঁরা কেন আসেননি বলতে পারব না।’’