বাগুইআটি ট্রলি-ব্যাগ কাণ্ডে তরুণী খুনে গ্রেফতার প্রেমিক

Must read

প্রতিবেদন : মুর্শিদাবাদের তরুণীর দেহ মিলেছে বারাসতে ট্রলি ব্যাগ-বন্দি (Baguiati trolley-bag case) হয়ে। এই ঘটনার পরেই গ্রেফতার করা হল তরুণীর প্রেমিক কৌশিক প্রামাণিককে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রিয়া ধর। সে মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। বিবাহিতা রিয়ার সঙ্গে তিন মাস আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় কৌশিকের। সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠতার দিকে এগোয়। দিন ১৫ আগে স্বামীকে ছেড়ে টাকা-পয়সা ও গয়না নিয়ে কৌশিকের কাছে চলে আসে রিয়া। এরপর সেই প্রেমিক রিয়ার থেকে সমস্ত সোনা গয়না এবং টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করতে অস্বীকার করে। এই নিয়ে শুরু হয় দুজনের মধ্যে বচসা। পুলিশের অনুমান, এরপরেই রিয়াকে খুন করে ট্রলিতে ভরে রাস্তায় ফেলে দেওয়া হয়। যেই ক্যাবে কৌশিক ট্রলি ব্যাগ (Baguiati trolley-bag case) নিয়ে এসেছিল সেই ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে কৌশিককে গ্রেফতার করে পুলিশ। এর আগে রিয়া বাড়ি ছেড়ে চলে আসার পরেই মুর্শিদাবাদের নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃতার স্বামী। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, আর কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- দিঘায় জগন্নাথ মন্দিরে কলসযাত্রা: ভিডিও পোস্ট করলেন মুখ্যমন্ত্রী

Latest article