আরজি করের ছাত্রীর মৃত্যুতে ধৃত প্রেমিক

কলকাতার আরজি কর হাসপাতালের চতুর্থ বর্ষের অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যুর ঘটনায় মালদহ থেকে প্রেমিক উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করল পুলিশ

Must read

প্রতিবেদন : কলকাতার আরজি কর হাসপাতালের চতুর্থ বর্ষের অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যুর ঘটনায় মালদহ থেকে প্রেমিক উজ্জ্বল সোরেনকে গ্রেফতার করল পুলিশ। ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ, তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই উজ্জ্বলকে বিয়ের কথা বলেছিল। সেই থেকে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। এরপরে বিষ খাইয়ে তাঁদের মেয়েকে খুন করা হয়েছে।

আরও পড়ুন-দ্বিতীয় দফায় ভিন রাজ্যের ১৩,৫১৭ পরীক্ষার্থী, নির্বিঘ্নে এসএসসি

তদন্ত নেমে শনিবার রাতেই উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। আরজি করের পাঠরতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বলের সঙ্গে আলাপ। তারপর বন্ধুত্ব ও প্রেম। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে উভয়ের। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অনিন্দিতা। সোমবার কলকাতায় ফেরার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। এরপর উজ্জ্বলের ফোন পান অনিন্দিতার বাবা-মা। যুগলের মধ্যে যে সমস্যা চলছিল সেকথা জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও। সেখান থেকেই কি মর্মান্তিক পরিণতি? তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ছাত্রীর অন্তঃসত্ত্বার তত্ত্ব নিয়ে রবিবার সকাল থেকে অভিযুক্ত প্রেমিককে জেরা করছেন তদন্তকারীরা।

Latest article