নিউটাউনে তরুণীকে হেনস্থার প্রতিবাদে ‘খুন’ প্রেমিক

লিভ ইন পার্টনারকে (Live in partner) হেনস্থা করার প্রতিবাদ করতে গিয়েই খুন হতে হল প্রেমিককে। বুধবার রাতে নিউ টাউনের গৌরাঙ্গ নগরে ঘটনাটি ঘটেছে।

Must read

লিভ ইন পার্টনারকে (Live in partner) হেনস্থা করার প্রতিবাদ করতে গিয়েই খুন হতে হল প্রেমিককে। বুধবার রাতে নিউ টাউনের গৌরাঙ্গ নগরে ঘটনাটি ঘটেছে।
নিউ টাউনের গৌরাঙ্গনগর একলায় প্রেমিকার সঙ্গেই দেড় বছর ধরে ভাড়া থাকতেন আইটি কর্মী সংকেত চট্টোপাধ্যায়। বুধবার রাতে সংকেত ও তাঁর প্রেমিকার মধ্যে একটু মনোমালিন্য হয়। রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়েন প্রেমিকা। সেই সময় রাস্তায় থাকা একদল দুষ্কৃতী ওই তরুণীকে উত্যক্ত করতে থাকে। সেই সময় তরুণী ফোন করে সাহায্যের জন্য যুবককে ডাকে। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রথমে তরুণীকে মারধর করা হয় আর যুবক ঘটনাস্থলে পৌঁছলে ক্ষেপে গিয়ে দুষ্কৃতীরা বাঁশ নিয়ে সংতেকের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে। প্রচণ্ড রক্তপাত শুরু হলে রাস্তার মাঝেই যুবককে ফেলে পালায় দুষ্কৃতীরা। যুবককে বাঁচাতে তরুণী আপ্রাণ চিৎকার করতে থাকেন, কিন্তু স্থানীয়রা কেউ সাহায্যের জন্য এগিয়ে এসেনি। এমনকি এলাকার এক ডাক্তারের কাছে গিয়ে কাকুতি-মিনতি করেন ওই তরুণী। কিন্তু কোন ফল হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে এনআরএস হাসপাতালে রেফার করা হলে চিকিৎসা চলাকালীন আজ দুপুরেই সংকেত মারা যায়।

আরও পড়ুন-বিরোধী দলনেতার ভাষায় জিও ফাইবার হয়ে গেল ‘ন্যানো বিম’, বারুইপুরে জঙ্গি কার্যকলাপের দাবি নস্যাৎ করে দিল পুলিশ

হাসপাতাল সূত্রে খবর অতিরিক্ত রক্তপাতের কারণেই সংকেতের মৃত্যু হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে আজ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Latest article