প্রতিবেদন : মাধ্যমিকে ফলের (Madhyamik 2022) শতাংশে মেয়েদের থেকে এগিয়ে গেল ছেলেরা। পরীক্ষার্থীর সংখ্যার বিচারে ছাত্রদের থেকে ১১ শতাংশ বেশি ছাত্রী এবার পরীক্ষা দেয়। কিন্তু পাশের (Madhyamik 2022) হারে এগিয়ে ছাত্রেরা। এ বছর ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। এর মধ্যে ৪ লক্ষ ৮৮ হাজার ৯০৭ জন ছাত্র এবং ৬ লক্ষ ৯ হাজার ৮৬৮ জন ছাত্রী। পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। অর্থাৎ পাশের হার ৮৬.৬ শতাংশ। তার মধ্যে ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। অসম্পূর্ণ ফল নেই। মেধাতালিকায় প্রথম থেকে দশম। প্রত্যেকটিতেই রয়েছে ছাত্রেরা। যুগ্ম প্রথমও হয়েছে দুই ছাত্র। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ হাইস্কুলের ছাত্র অর্ণব গড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। অন্যবারের তুলনায় ছাত্রীরা ফলের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও মেধাতালিকায় দ্বিতীয় থেকে নবম স্থানে তারাও জায়গা করে নিয়েছে।