সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। দেশের ইতিহাসে দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হলেন তিনি। তাঁর আগে ২০০৭ সালে বিচারপতি কেজি বালকৃষ্ণণ ছিলেন প্রথম দলিত প্রধান বিচারপতি। আজ, মঙ্গলবার প্রথা মেনে পরবর্তী প্রধান বিচারপতিকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন বিআর গাভাই। ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
আরও পড়ুন-সবুজ-মেরুনের নজরে রবসন
আগামী ছয় মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন গাভাই। এই বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি গাভাই ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন । ১৯৮৫ সালের ১৬ মার্চ তিনি আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন। কেরিয়ারের শুরুতে তিনি প্রয়াত বার রাজা এস. ভোঁসলে-র অধীনে কাজ করেন এবং পরে মুম্বই হাইকোর্টে স্বাধীনভাবে অনুশীলন শুরু করেন। ২০০৩ সালের ১৪ নভেম্বর তিনি মুম্বই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং ২০০৫ সালের ১২ নভেম্বর তিনি স্থায়ী বিচারক পদে নিযুক্ত হন। সেই সময় তিনি মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ ও পানাজির বেঞ্চে বিচারকার্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন-সুদিরমান কাপ থেকে ছিটকে গেলেন সিন্ধুরা
২৪ মে, ২০১৯ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন। তাঁর অবসর গ্রহণের নির্ধারিত তারিখ হল ২৩ নভেম্বর, ২০২৫। সুপ্রিম কোর্টের সকল বিচারপতি মধ্যে তিনি জ্যেষ্ঠতম বিচারপতি তাই তাঁকেই বেছে নিয়েছেন সঞ্জীব খান্না।