প্রতিবেদন : আরও শক্তিশালী হল ভারতের অস্ত্র ভাণ্ডার। রবিবার ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ আইএনএস মার্মাগাঁও থেকে ব্রহ্মস (BrahMos missile) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল নৌসেনা। রবিবার নৌসেনা দাবি করেছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি নির্ভুল লক্ষ্যে আঘাত করেছে। আইএনএস মার্মাগাঁও এবং ব্রহ্মস (BrahMos missile) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দু’টিই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। মাঝ সমুদ্রে এদিনের উৎক্ষেপণ অত্যন্ত সফল হয়েছে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র শব্দের থেকেও তিনগুণ দ্রুত বেগে উড়তে পারে। ৯৯.৯৯ শতাংশ নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে ব্রহ্মস। এই ক্ষেপণাস্ত্র ৩০০ থেকে ৪৫০ কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে। আইএনএস মার্মাগাঁও তৈরি করতে খরচ হয়েছে ৩৫ হাজার ৮০০ কোটি টাকা।
আরও পড়ুন-মোকায় তছনছ সেন্ট মার্টিন দ্বীপ