বিজেপির ধর্মের ট্যাবলেট আর মানুষ এখন খাচ্ছে না : ব্রাত্য

বাংলাভাষীদের উপর বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল শিক্ষা সেলের ধরনা

Must read

প্রতিবেদন : মঙ্গলবার বিধানসভার পর এবার ডোরিনা ক্রসিং-এ তৃণমূলের শিক্ষা সেলের উপছে পড়া ধরনামঞ্চ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কার্পেট বম্বিং চলছেই। বিজেপির ধর্মের ট্যাবলেট এখন আর মানুষ খাচ্ছে না, কটাক্ষ ব্রাত্যর। সেইসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এখন একটা ঝাঁকুনি দিয়েছে। তাতেই কেঁপে গিয়েছে বিজেপি। ব্রাত্যের কথায়, ‘ইয়ে তো সিরফ ঝাঁকি হ্যায়/ ২৬ অভি বাকি হ্যায়!’ বিজেপির ভাষাসন্ত্রাস-বাঙালি বিদ্বেষের প্রতিবাদে এবং একইসঙ্গে মেয়ো রোডে সেনা দিয়ে তৃণমূলের ধরনামঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডোরিনা ক্রসিং-এ প্রতিদিনই ধরনা কর্মসূচি চলছে।

মঙ্গলবারের পর বুধবারও ডোরিনা ক্রসিং ছিল ভিড়ে ঠাসা। ব্রাত্য (Bratya Basu) বলেন, এই যা জমায়েত দেখছেন, এর তিন-চার গুণ বেশি জমায়েত আমরা করতে পারি। সেটা করলে এখানে আর গাড়ি চলাচলের জায়গা থাকত না। আমরা কয়েকটা মাত্র জোনকে বলেছি। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষা বললেই অত্যাচার করা হচ্ছে, থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে তার তীব্র সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ জিনিস আমরা একটা সময় অসমে দেখেছি। ওরা বাঙালি খেদিয়েছে। গুজরাতে হয়েছে। নর্মদা বাঁধের (আন্দোলন) ক্ষেত্রে হয়েছে। কিন্তু সেসব ক্ষেত্রে জাতিসত্তার একটা বিষয় ছিল। কিন্তু এখন বিজেপি যা করছে তা অকল্পনীয়। বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তার উন্নয়নের কাজের সঙ্গে পেরে ওঠেনি বিজেপি।

আরও পড়ুন- অক্টোবরে বর্ষার বিদায়, পুজোয় চলবে বৃষ্টি

রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে ওঠেনি। তাই বারবার নানাভাবে আক্রমণ করা হয়েছে। প্রত্যেকবার ভোটের আগে আক্রমণ বাড়ে। কিন্তু লাভ হয়নি। হবেও না। ২০২৬-এর আগে ১৪ তলা থেকে নেমে হাওয়াই চটি পরে যখন গোটা বাংলা চষে বেড়াবে, তখন সেই ঝড়ে উড়ে যাবে বিজেপি। শিক্ষামন্ত্রী এদিন তাঁর বক্তৃতায় এসআইআর নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের কথাও বলেন।

Latest article