বঙ্গ

চাকরিহারাদের প্রতিবাদে কাদের উসকানি : ব্রাত্য

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের পাশে মানবিক ও রাজনৈতিকভাবে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের বেতনও বন্ধ করার কথা বলা হয়নি। কাউকে বরখাস্ত করার নোটিশও দেওয়া হয়নি। তাহলে কেন চাকরিহারা শিক্ষকরা অহেতুক ডিআই অফিসে গিয়ে আন্দোলন করলেন? বুধবার এই প্রশ্নই তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মুখ্যমন্ত্রী সব রকম মানবিকভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া কমিটি খুব শীঘ্রই এই চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই চাকরিহারাদের প্রতিনিধিরা নিজেদের থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন। সেই বৈঠকে এসএসসি চেয়ারম্যানেরও থাকার কথা রয়েছে। এত সবকিছুর পরেও কেন ডিআই অফিসে গিয়ে তাঁরা উত্তেজনা তৈরি করছেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই আন্দোলনের নেপথ্যে বিরোধীদের চক্রান্তই কোনওভাবে উসকানি দিচ্ছে না তো? শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ডিআই অফিসে যাওয়ার প্রয়োজন কী ছিল? ক’টা দিন আন্দোলন স্থগিত করা যেত না? এখনও পর্যন্ত কারও বেতন বন্ধ করা হয়নি। কোনও শিক্ষককে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সর্বতোভাবে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তখন ডিআই অফিসে যাওয়ার প্রয়োজনটা কী? শিক্ষামন্ত্রী এদিন আরও একবার স্পষ্ট করেন, শিক্ষা দফতর সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে। সেটা তাঁদের বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। শিক্ষকদের ঠিক করতে হবে, তাঁরা সরকারের সঙ্গে থাকবে নাকি যারা উসকানি দিচ্ছে তাঁদের সঙ্গে থাকবে। ধ্বংসাত্মক আন্দোলন এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না।
অপরদিকে, এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি যাননি। এ-প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তাঁকে আসতে দল বারণ করেছে কিনা জানি না। শুনছি চাকরিহারা আন্দোলনকারীদের সমর্থন করতে তিনি আজ আসেননি। তাহলে আমার প্রশ্ন, তিনি এসএসসি অফিসে কেন গেলেন? সেটাও সরকারি দফতর। সেখানেও না গেলেই পারতেন!

আরও পড়ুন- বাংলার ২৩টি বিলও এবার অনুমোদন পাবে, সুপ্রিম-রায়ে আশা বিধানসভার অধ্যক্ষের

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

14 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago