যাদবপুরে আহত ছাত্র ইন্দ্রানুজের বাবাকে ফোন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। দুঃখপ্রকাশ করলেন তিনি। সোমবার সন্ধেয় ইন্দ্রানুজের বাবা অমিত রায়কে ফোন করে তাঁর খোঁজখবর নিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর ফোন পেয়ে আশ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা।
অমিত রায় জানান, “ওই দিনের ঘটনার জন্য ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি হোক তিনি চাননি। ঘটনায় তিনি নিজেও মর্মাহত।” এর প্রেক্ষিতে ইন্দ্রানুজের বাবা বলেন, “যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ঠিকই, তবে আমি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না।” খুব শীঘ্রই ইন্দ্রানুজের সঙ্গে শিক্ষামন্ত্রী দেখা করবেন বলে অমিতবাবুকে জানিয়েছেন ব্রাত্য বসু। অমিতবাবু রাজাবাজার সায়েন্স কলেজে বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সেক্রেটারি।
আরও পড়ুন- নাবালিকাকে পাঁচ দিন ধরে আটকে রেখে ধর্ষণ গেরুয়া রাজ্যে
গত শনিবার যাদবপুরে নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন চলছিল। তখন বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য বসু। ওই বিক্ষোভ চলাকালীনই গুরুতর জখম হন ইন্দ্রানুজ। গতকাল ইন্দ্রানুজের বাবা শিক্ষামন্ত্রীর কাছে একটি বিশেষ আর্জি জানিয়েছেন, “শনিবার বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় যেসব ছাত্রের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তা প্রত্যাহার করা হোক। মোট ১৭ জন ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।” তাঁর কথা শুনে শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন।