প্রতিবেদন : এবারের গোয়া চলচ্চিত্র উৎসবে ২০২১–এর ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মোট ২৫ ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে পাঁচটি বাংলা ছবি৷ ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে ‘ডিকশনারি’ ছবিটিও নির্বাচিত হয়। ব্রাত্য বসুকে ইফির তরফে গোয়ায় ছবিটির প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র, আনুষঙ্গিক নথি ও টিকিট পাঠানো হয়। কিন্তু শেষ মূহূর্তে জানানো হয়, নাম বিভ্রাটের জন্য ছবিটি
বাতিল করা হচ্ছে৷ প্রযোজক চাইলে অন্য ছবি পাঠাতে পারেন কিন্তু ডিকশনারি ছবিটি দেখানো যাবে না। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে ইমেলে এই খবর পাওয়ার পর হতবাক হয়ে যান ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান ও পরিচালক ব্রাত্য বসু।
আরও পড়ুন :শতরূপা সম্পাদককে চড় মেরেছিল! শাস্তি হয়েছিল?
বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রাত্য বলেন, ঘৃণ্য রাজনৈতিক কারণে ছবিটিকে বাদ দেওয়া হল। ফেস্টিভ্যাল কর্তা চৈতন্য প্রসাদ অভিনন্দন জানিয়ে আমাকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে আমার নামের বানান সঠিকভাবেই লেখা ছিল৷ ৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে পাঠাতেও বলা হয়। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস রিলিজে দেখা যায় ছবির সংখ্যা কমে ২৫ থেকে ২৪ হয়েছে এবং আশ্চর্যের হল, একটি ছবিই বাদ গিয়েছে, আর সেটি হল ‘ডিকশনারি’।
সংস্কৃতি জগতে এহেন কাদা মাখামাখিতে হতবাক ব্রাত্য বলেন, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া গিয়েছিলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যাবেন। তৃণমূল কংগ্রেস গোয়ায় সরকার তৈরি করবে। এসব দেখেশুনেই বিজেপি এই নোংরা রাস্তায় নেমেছে। এসব করে আমাকে ও তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। আমি ঠিক করেছি, যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন ওখানে আর আমার কোনও ছবি যাবে না।