প্রতিবেদন : রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা দফতর আগামী সোমবার উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ঐদিন দুপুর ১টার সময় বিকাশ ভবনে শিক্ষা দফতরের সচিব ও আধিকারিকদের বৈঠকে ডেকেছেন বলে জানা গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও সচিব এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এসএসসির চাকরি প্রার্থীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং সমস্যা সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে এই বৈঠক খুবই তাৎপ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষককে শূন্যপদে নিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা হবে। রাজ্যের বিভিন্ন স্কুলে ২৩০০ প্রধান শিক্ষকের পদ শূন্য। ওই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। আটকে রয়েছে অনেক দিন। পাশাপাশি এসএসসি নিয়োগ নিয়েও আলোচনা হবে। কীভাবে নিয়োগ সংক্রান্ত জট কাটবে তাও বৈঠকে আলোচ্য। ওই দিনই আবার মন্ত্রিসভার বৈঠক রয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিধি প্রস্তুত করা হয়ে গিয়েছে। এসএসসির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার। এসএসসি নিয়োগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫০০ দিন অতিক্রান্ত হয়েছে গত বৃহস্পতিবার। শুক্রবার আন্দোলনকারী এসএসসির চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu)। বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মুখ শহিদুল্লাহ জানিয়েছিলেন ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী ৮ অগাস্ট চাকরিপ্রার্থীদের সঙ্গে আবার বৈঠক করবেন শিক্ষামন্ত্রী, এমনটাই জানান শহিদুল্লাহ।
আরও পড়ুন: বেনিয়ম নেই, ইডিকে জানালেন কৃষ্ণ কল্যাণী