শিল্পের বিকাশে মেলা উৎসবের জুড়ি মেলা ভার, বললেন ব্রাত্য

Must read

প্রতিবেদন : শিল্পকে বরাবর উৎসাহ জুগিয়েছে বর্তমান রাজ্য সরকার। পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতিবারের মতো তাই এবারেও আয়োজন করা হয়েছিল রাজ্য কলা উৎসবের। পড়ুয়াদের শিল্প প্রতিভার বিকাশে অনন্য উদ্যোগ রাজ্যের। অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya basu)। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার, উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল-সহ বিশিষ্টজনেরা। দু’দিনের উৎসবের বর্ণাঢ্য সূচনা হল বৃহস্পতিবার। কলা উৎসব-২০২৪’এ সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন বিভাগ ও বিষয়ে নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রথমে জেলা স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্তর পেরিয়ে রাজ্য স্তর প্রতিযোগিতা এদিন সল্টলেকের ইজেডসিসিতে শুরু হল। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত রাজ্য বিদ্যালয় শিক্ষা বিভাগ পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে এই উৎসবের আয়োজন করেছে। রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya basu) বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়ুয়াদের শৈল্পিক প্রতিভা, ভাবনাকে প্রদর্শন করা। স্কুলে, রাজ্যে বিভিন্ন স্তরে নিজেদের শিল্প ভাবনাকে প্রদর্শন করা। এই উৎসব সৃজনশীল ভাবনাকে উদযাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। সৃজনশীল বিস্তৃতি দেখায়। কেউ যদি পড়াশুনায় ভাল না হয়েও ভাল লেখে, নাচে, গান গায় তাহলে সেটাও কাজে দেয়। মন্ত্রীর কথায়, শিল্পকলার বিকাশে এই উৎসবের জুড়ি মেলা ভার। শিক্ষার পাশাপাশি পড়ুয়ারা যাতে শিল্পকলাতেও প্রতিভার বিকাশ ঘটাতে পারে তাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সরকার এই উৎসবের আয়োজন করেছে।

আরও পড়ুন- উৎসবের মরশুমে বেতন বাড়ল কর্মবন্ধুদের

Latest article