প্রতিবেদন : চুরি করে পাপমোচনের জন্য ওয়াশিং মেশিন বিজেপিতে যোগ। ইডি-সিবিআইয়ের খাতায় নাম কাটানোর একটাই উপায় দুর্নীতিগ্রস্তদের। ওয়াশিং মেশিন বিজেপিতে গেলেই সমস্ত অভিযোগ ধুয়ে মুছে সাফ। তৃণমূলের এই অভিযোগই সত্যি হচ্ছে বারবার। দুর্নীতির মামলায় জর্জরিত এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল ওয়াশিং মেশিন বিজেপিতে যোগ দিয়েই সমস্ত পাপ ধুয়ে ফেললেন। মেরুদণ্ডহীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও বিজেপির অঙ্গুলিহেলনে ওই নেতার নামে সমস্ত মামলা সাফ করে দিল। এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি ‘ওয়াশিং মেশিন ভাজপা’ বলে কটাক্ষের সুরে তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya basu)। দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে থাকা এনসিপি নেতার বিজেপি যোগ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একসময় দুর্নীতি মামলায় অভিযুক্ত তৎকালীন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলকে নিয়ে কীভাবে বিজেপি নেতারা বিষোদগার করেছেন। সেই নেতাই হাসিমুখে বিজেপিতে যোগ দেওয়ার কয়েকমাসের মধ্যেই সিবিআই তাঁর বিরুদ্ধে সমস্ত মামলা ক্লোজ করে দিল। দলের সেই পোস্ট শেয়ার করে রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya basu) এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রফুল্ল প্যাটেলের নামে সমস্ত দুর্নীতি মামলা সাফ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল সিবিআইয়ের তথাকথিত নিরপেক্ষতা ও পরিশ্রম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবারও তাঁদের মেরুদণ্ডহীনতা দেখিয়ে দিল। গণতন্ত্রের হত্যাকারী হিসেবে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলি।
আরও পড়ুন- বাজেটের প্রথম ধাপের বরাদ্দ ছাড়ার নির্দেশ অর্থ দফতরের