প্রতিবেদন : জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছেন রাজ্যপাল। তাঁকে এবার বাংলা ছেড়ে চলে যেতে হবে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ফের সুর চড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ব্রাত্য বসুর দাবি, আর দিন সাত-দশেক বা বড়জোর ১৫ দিন। তারপরই রাজ্যপালকে বাংলা থেকে চলে যেতে হবে। তাই আমরা আর রাজ্যপালকে নিয়ে ভাবছিই না। শিক্ষামন্ত্রীর কথায়, আমি তাঁকে বারবার বলেছিলাম, আপনার মতি ফিরুক। সরকারের সঙ্গে সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রীর কথা মেনে নিন। তিনি তিনবারের বিপুল জনাদেশ পাওয়া মুখ্যমন্ত্রী। এখানে এসে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন না। কিন্তু তিনি সেই কথা শোনেননি। তিনি পরামর্শ নেবেন কি নেবেন না একান্তই তাঁর ব্যাপার। কিন্তু তাঁকে এবার যেতে হবে। আজ হোক বা কাল, কেরলে ফিরে যেতে হবে তাঁকে।
আরও পড়ুন- বিধানসভায় সায়ন্তিকা ও অরূপ চক্রবর্তী
তিনি আরও বলেন, রাজ্যপাল শেষপর্যন্ত উপাচার্য নিয়োগ করছেন রাজ্যের পাঠানো তালিকা অনুযায়ী। আর তা করেছেন সুপ্রিম কোর্টে দাবড়ানি খাওয়ার পর। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের দেওয়া তালিকা অনুযায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। তারপর লোকসভা ভোট মিটতেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) এই মন্তব্য।