ভাষা দিবসে ইংরেজি! ধুয়ে দিলেন ব্রাত্য

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আসানসোল দক্ষিণের বিজেপি সদস্য অগ্নিমিত্রা পাল বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে ইংরেজিতে প্রশ্ন করেন

Must read

প্রতিবেদন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য বিজেপির মহিলা বিধায়ককে শিক্ষামন্ত্রীর কটাক্ষ করাকে কেন্দ্র করে সোমবার বিধানসভায় শাসক ও বিরোধী পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আসানসোল দক্ষিণের বিজেপি সদস্য অগ্নিমিত্রা পাল বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে ইংরেজিতে প্রশ্ন করেন। উত্তর দিতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাতৃভাষা দিবসে ইংরেজিতে কথা বলার জন্য ওই বিধায়ককে ধন্যবাদ জানান।

আরও পড়ুন-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার ইতিহাস চর্চায় ব্রাত্য বসু, আলাপন বন্দ্যোপাধ্যায়

শিক্ষামন্ত্রীর ওই মন্তব্যে কটাক্ষের সুর রয়েছে বলে বিজেপি প্রতিবাদ করলে শাসক-বিরোধীদের বাদানুবাদ শুরু হয়। বিজেপি বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে কটাক্ষের সুরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘বিধায়িকাকে ধন্যবাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য।” এরপরই শুরু হয় বিবাদ। এই নিয়ে বিধানসভার ভিতরেই চেঁচামেচি করতে থাকেন বিরোধী বিধায়করা। প্রশ্নের জবাব পাওয়ার পরে অতিরিক্ত প্রশ্ন করতে গিয়ে অগ্নিমিত্রা পাল্টা তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেন, আমার ইংরেজিতে প্রশ্ন করার থেকে বেশি গুরুত্বপূর্ণ দাড়িভিটের তাপস, রাজেশের বিচার পাওয়া। যাঁরা মাতৃভাষার জন্য শহিদ হয়েছিলেন।

আরও পড়ুন-মেডিকা হাসপাতাল চত্বরে আগুন, হতাহতের খবর নেই

উল্লেখ্য, ২০১৮ সালে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ওই স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের। বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ ছিল। সেই ঘটনার পর থেকে প্রতি বছর ওই দাড়িভিট স্মরণসভা করা হয় বিজেপির তরফ থেকে। একই সঙ্গে বিজেপি নেত্রী উল্লেখ করেন, বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ ইংরেজিতে বক্তৃতা করায় তাঁকে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘‘এই সরকার তো হিন্দির বিরোধিতা করে ইংরেজির কথা বলেছিল। স্যর (স্পিকার) বলে দিন আমরা কি ইংরেজিতে কথা বলতে পারব না?’’

আরও পড়ুন-‘আমরা ডাবল ইঞ্জিন ফ্লাইট চাই, সিঙ্গল ইঞ্জিন ফ্লাইটে ঝুঁকি আছে’ কোচবিহার থেকে দাবি মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্নিমিত্রা যেদিন প্রশ্ন জমা দিয়েছিলেন, সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না। এই বিষয়ে তাপস রায় পয়েন্ট অফ অর্ডার আনতে হাত তুলেছিলেন। কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। এরপর ব্রাত্য বলেন, ‘‘আমি কি ভুল বলেছি? আমি তো ওঁকে কনগ্র্যাচুলেট করেছি। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’’

Latest article