পার্শ্বশিক্ষক ও শিক্ষা বন্ধুসহ একাধিক সংগঠন নিয়ে নিয়ে রাজ্য কমিটি গঠন করলেন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের শিক্ষাসেলের চেয়ারম্যান ব্রাত্য বসু (Bratya Basu)। এই কমিটিতে ৫৩ জন সদস্য রয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন কমিটির কথা ঘোষণা করেন ব্রাত্য। এই কমিটিতে রমিউল ইসলাম শেখকে সভাপতি করা হয়েছে। কার্যকরী সভাপতি করা হয়েছে বুবাই কোলেকে। সাধারণ সম্পাদকের পদে আনা হয়েছে ছবি দাস হাজরাকে, রঞ্জন কুমার মাইতিকে করা হয়েছে কোষাধ্যক্ষ। সদস্যদের নাম ঘোষণা করে ব্রাত্য বসু (Bratya Basu) লেখেন, তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান হিসেবে এবং দলের সঙ্গে আলোচনা করে নিন এবং দলের সঙ্গে আলোচনা করে আমি ডব্লুবিটিপিএসএমএস- এর জন্য রাজ্য কমিটি ঘোষণা করতে পেরে আনন্দিত। কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানাই। অপরদিকে কমিটির সভাপতি রমিউল ইসলাম শেখ শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসুকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন- বেকারত্বের সমস্যা সরকারের পক্ষে সমাধান অসম্ভব! উপদেষ্টার মন্তব্যে বেকায়দায় মোদি