হিন্দুধর্মকে অপমান, মোদির ভিডিও প্রকাশ ব্রাত্যর

ধর্মকে রাস্তায় নামিয়ে নোংরা রাজনীতি করা বিজেপির মজ্জায়-মজ্জায়। ধর্ম নিয়ে ভেদাভেদ করা বিজেপির কাছে নতুন কোনও বিষয় নয়।

Must read

প্রতিবেদন : ধর্মকে রাস্তায় নামিয়ে নোংরা রাজনীতি করা বিজেপির মজ্জায়-মজ্জায়। ধর্ম নিয়ে ভেদাভেদ করা বিজেপির কাছে নতুন কোনও বিষয় নয়। ভোট এগিয়ে এলেই এদের ধর্মীয় মেরুকরণের সত্তা আরও বেশি করে জেগে ওঠে। এবার এই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে এক ভিডিও দিয়ে মোদি কীভাবে ধর্মকে অপমান করছে সেই বিষয়টি তুলে ধরেন তিনি।

আরও পড়ুন-রতুয়ায় গঙ্গাভাঙন রোধের কাজ, স্থায়ী সমাধানের আশ্বাস বিধায়কের

শিক্ষামন্ত্রীর পোস্ট-করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ শিব, কেউ হনুমান আবার কেউ রাধাকৃষ্ণ সেজে মোদিকে প্রণাম করছে, তাঁর সামনে মাথা নত করছে। আসলে বিজেপি সরকার যে হিন্দু ধর্মকেও সম্মান করে না এই ভিডিওই তার প্রমাণ। ব্রাত্য বসু লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সনাতন ধর্মকে নিয়ে বক্তৃতা দিতে কখনও পিছ-পা হন না। নানা মঞ্চে তিনি ধর্ম ও আধ্যাত্মিকতার মাহাত্ম্য বোঝান, দেশবাসীকে সনাতনের আদর্শে অনুপ্রাণিত হতে বলেন। অথচ তিনিই যখন রাজনৈতিক প্রচারে যান, তখন দেখা যায় নানা দেবদেবীকে সাজিয়ে পাঠানো হচ্ছে তাঁর সামনে। আসলে ধর্মীয় প্রতীকের ব্যবহার করা হচ্ছে জনমত টানার জন্য। মোদির এই ব্যবহার যে আসলে ভোট টানার নয়া ফন্দি তা আর কারও বুঝতে বাকি নেই। মানুষের আস্থাকে হাতিয়ার করে ঐতিহ্য, পরম্পরার নির্লজ্জ অপমান করছেন প্রধানমন্ত্রী।

Latest article