বেঙ্গালুরু, ১৮ এপ্রিল : টানটান উত্তেজনার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। জেতার জন্য শেষ ৬ বলে ১৯ রান করতে হত আরসিবিকে। কিন্তু ‘নতুন মালিঙ্গা’ মাথিশা পাথিরানার নিখুঁত বোলিংয়ে ৮ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই।
চিন্নাস্বামী স্টেডিয়ামে পরের দিকে বল করা যে কঠিন চ্যালেঞ্জ, সেটা স্বীকার করছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি বলছেন, ‘‘একে তো ছোট মাঠ। তার উপর শিশির ভেজা বল বোলারদের সমস্যায় ফেলে। তবে ডেথ ওভারে আমাদের বোলাররা খুব ভাল বোলিং করেছে। এরজন্য কৃতিত্ব প্রাপ্য ডোয়েন ব্র্যাভোর। ও নিজে ডেথ ওভার স্পেশালিস্ট ছিল। নেটে আমাদের তরুণ পেসারদের নিয়ে প্রচুর খেটেছে। ব্র্যাভোর টিপসেই ওরা ডেথ ওভারে আত্মবিশ্বাস নিয়ে বল করছে।’’ প্রসঙ্গত, প্রাক্তন সিএসকে তারকা ব্র্যাভো এখন দলের বোলিং কোচ।
ধোনি (MS Dhoni) আরও যোগ করেছেন, ‘‘ম্যাচ চলাকালীন উইকেটের পিছনে দাঁড়িয়ে ভাবি কীভাবে ম্যাচ জেতা যায়। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই। চাপের মুখেও নেতিবাচক চিন্তা মাথায় আসতে দিই না। বরং ইতিবাচক থাকার চেষ্টা করি। আর এই ইতিবাচক মনোভাব সতীর্থদের মধ্যেও সঞ্চারিত করার চেষ্টা করি।’’ আরসিবি ম্যাচে নিজের তিন স্পিনার, রবীন্দ্র জাদেজা, মইন আলি এবং মহেশ থিকসানাকে দারুণভাবে ব্যবহার করেছেন ধোনি। ক্যাপ্টেন কুলের বক্তব্য, ‘‘স্পিনাররা যেমন মার খায়, তেমন উইকেটও তোলে। তাই ওদের পাশে থাকতে হয়। এই ম্যাচটা জিততে গেলে আমাদের ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের জুটিটা ভাঙতেই হত। সেটা করতে পেরেছি বলেই জিতেছি।’’
আরও পড়ুন: তীব্র দাবদাহ, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজে গতি আনার নির্দেশ মুখ্যসচিবের