রিও ডি জেনেইরো, ১১ নভেম্বর : শুক্রবার ভোরে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। নেইমার দ্য সিলভাদের প্রতিপক্ষ কলম্বিয়া। যাদের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছিল। তবে পয়েন্টের বিচারে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বিস্তর ফারাক। ব্রাজিল যেখানে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষে। সেখানে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে কলম্বিয়া।
যদিও প্রতিপক্ষ শিবিরকে হাল্কাভাবে নিতে রাজি নন ব্রাজিলের কোচ তিতে।
আরও পড়ুন : গোয়ায় তৃণমূলের হয়ে দিনভর প্রচার নয়া রাজনৈতিক ইনিংস শুরু লিয়েন্ডারের
বরং তিনি সাফ জানাচ্ছেন, কলম্বিয়াকে হারাতে গেলে তাঁর ফুটবলারদের সেরাটাই দিতে হবে। এদিকে, চূড়ান্ত অফ ফর্মে থাকা ফিলিপ কুটিনহোকে তিতে স্কোয়াডে রাখায় অবাক হয়েছেন অনেকেই। যদিও তিতের বক্তব্য, ‘‘কুটিনহো অসম্ভব প্রতিভাবান। লিভারপুলে থাকাকালীন ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে চিহ্নিত হত। আমরা ওকে সেই ফর্মে ফেরাতে চাই।’’
পাশাপাশি এই ম্যাচে সবার নজর থাকবে ভিনিসিয়াস জুনিয়রের দিকেও। রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন তরুণ ব্রাজিলীয় স্ট্রাইকার। ১২ ম্যাচে ৯ গোল করেছেন। কিন্তু শুরুতে ভিনিসিয়াসকে দলে রাখেননি তিতে। যদিও রবের্তো ফিরমিনো চোট পাওয়ায় কিছুটা বাধ্য হয়েই ভিনিসিয়াসকে স্কোয়াডে ডেকে নিয়েছেন ব্রাজিল কোচ। কলম্বিয়ার বিরুদ্ধে তিতে ২১ বছর বয়সি ভিনিসিয়াসকে আদৌ খেলান কি না, সেটাই দেখার।