প্রতিবেদন : গত বছর কলকাতার নজরুল মঞ্চে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনা এখনও ভোলেনি কেউই। মঞ্চে পারফর্ম করার সময়েই গুরুতর অসুস্থবোধ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ঠিক একই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল ব্রাজিলে। মাত্র ৩০ বছর বয়সেই কনসার্ট চলাকালীন মঞ্চে প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ব্রাজিলের বিখ্যাত গায়ক পেড্রো হেনরিকের (Pedro henrique)।
ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফেইরা দে সান্তানা অঞ্চলে। সেখানকার একটি কনসার্টে পেড্রো (Pedro henrique) গান গাইতে উঠেছিলেন মঞ্চে। লাইট-মিউজিকের যুগলবন্দিতে মজেছিল দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। হাতে মাইক নিয়ে মঞ্চে সটান পড়ে যান গায়ক। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন- দাবি আদায়ে গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল, জেরায় সাগরের চাঞ্চল্যকর স্বীকারোক্তি